________________
সঞ্জয়ীয়
২৮১
| রাজা বলিল আমি সঞ্জয় নামক রাজা, হে ভগবান্ আমার সহিত বাক্যালাপ করুন। তপস্বী সাধু ক্রুদ্ধ হইলে তপস্তেজের দ্বারা কোটী কোটী মনুষকে ভস্মসাৎ করিতে সমর্থ ॥১০
অভয়ং পখিবা তুং, অভয়দায়া ভবাহি য়।
অণিচ্চে জীবললাগংমি, কিং হিংসাএ পসজ্জসি ॥১১। পখিবা (হে পার্থিব) তুং (তােমাকে অভয়ং (অভয়) (দিলাম) য় (এবং তুমিও) অভয়দায়া ( অভয়দাতা) ভবাহি (হও) অণিচ্চে (অনিত্য ) জীবললাগংমি ( জীবলােকে =সংসারে) হিংসাএ (হিংসাতে) কিং (কেন) পসজ্জসি (প্রসক্ত হইতেছ ?) ১১|| | সাধু বলিলেন হে রাজন্ তােমাকে অভয় দিলাম, তুমিও অন্যান্য প্রাণীকে অভয় প্রধান কর। এই অনিত্য সংসারে তুমি কেন হিংসাতে আসক্ত হইতেছ ? ১১।
জয়া সব্বং পরিচ্চজ্জ, গংতব্বমবস তে।
অণিচ্চে জীবললাগংমি, কিং রজ্জংমি পসজ্জসি ॥১২। জয়া (যখন) সব্বং ( সমস্ত =স্ত্রীপুত্র ধনধান্যাদি) পরিচ্চজ্জ (পরিত্যাগ করিয়া) তে (তােমাকে) অবসসস ( অবশ হইয়া) গংতব্বং ( যাইতে হইবে= পরলােকে গমন করিতে হইবে ) (তখন) অণিচ্চে ( অনিত্য) জীবনােগংমি (জীবলােকে = সংসারে) রজ্জংমি ( রাজ্যতে) কিং পসজ্জসি (কেন আসক্ত হইতেছ ?) ॥১২৷৷
যখন স্ত্রীপুত্ররাজ্যাদি সমস্ত পরিত্যাগ করিয়া ও বিবশ হইয়া পরলােকে যাইতে হইবে তখন এই অনিত্য সংসারে রাজ্যের প্রতি কেন আসক্ত হইতেছ ? ১২||
জীবিয়ং চেব রূবং চ, বিজ্ঞসংপায়চংচলং।
জখ তং মুক্মসী রায়ং, পেচ্চঙ্খং নববুজ্জ্বসী ॥১৩। রায়ং (হে রাজন্) জখ (যাহাতে) তং (তুমি) মুক্মসী (মােহ প্রাপ্ত হইতেছ ) ( সেই ) জীবিয়ং (জীবন) চেব (এবং) রূবং ( রূপ )
১। “অভও টীক। ৩। ২। “তুঙ্কং টীকা ৩।