SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 297
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সুত্র অণগারো ( সাধু ) মণাহও ( মনাক্ হত=আর অল্প হইলেই নিহত হইতেন ) ৷৭৷ 28. তদনন্তর রাজা সেস্থলে ভীত হইয়া চিন্তা করিতে লাগিল যে আমার মত হীনপুণ্য, মাংসলোলুপ ঘাতকের দ্বারা আর অল্প হইলেই এই সাধু নিহত হইতেন |৭|| আসং বিসজ্জইত্তাণং, অণগারস সো ণিবো । বিণএণ বংদঈ পাত্র, ভগবং ইত্থ মে খমে ||৮|| সো ণিবো ( সেই নৃপ ) আসং ( অশ্বকে ) বিসজ্জইত্তাণং ( বিসর্জন করিয়া ) বিণএণ ( বিনয় পূর্বক ) অণগারস ( সাধুর ) পাত্র ( পদদ্বয়ে ) বংদঈ ( বন্দনা করিল ) ( এবং বলিল ) ভগবং ( ভগবন্ ) ইখ ( এই মৃগবধের জন্য ) মে ( আমার ) ( অপরাধ ) খমে ( ক্ষমা করুন ) ||৮|| সেই নৃপতি অশ্ব পরিত্যাগ করিয়া বিনয়ে সাধুর পদদ্বয়ে বন্দনা করিল এবং বলিল যে ভগবান্, আমার মৃগবধের অপরাধ ক্ষমা করুন ||৮|| অহ মোণেণ সো ভগবং, অণগারে ঝাণমসিএ । রায়াণং ন পড়িমংতেই, তও রায়া ভয়দ্দুও ॥৯॥ অহ ( তদনন্তর ) সো ভগবং ( সেই ভগবান্ ) অণগারে (সাধু) মোণে মৌণাবলম্বন করিয়া ) ঝাণমসিএ ( ধ্যানমাশ্রিত= ধ্যানযুক্ত ) ( থাকায় ) রায়াণং ( রাজাকে ) ন পড়িমংতেই ( উত্তর দিলেন না) তও ( তজ্জন্য ( রাজা ) ভয়দ্দুও ( ভয়দ্রুত=ভয়ভ্রান্ত ) ( হইল ) ॥৯॥ তদনন্তর সেই ভগবান্ সাধু মৌনাবলম্বন পূর্বক ধ্যানমগ্ন থাকায় রাজাকে কোন উত্তর দিলেন না, তজ্জন্য রাজা ভয়ভ্ৰান্ত হইল ॥৯॥ সংজও অহমসীতি, ভগবং বাহিরাহি মে ৷ কুদ্ধে তেএণ অণগারে, দহিজ্জ ণরকোড়িও || ১০|| অহং ( আমি ) সংজও ( সঞ্জয় ) অস্থীতি ( আছি ) ভগবং ( হে ভগবান্ ) মে ( আমাকে ) বাহিরাহি ( ব্যাহর = সম্ভাষণ করুন, কথা বলুন ) অণুগারে (সাধু) কুদ্ধে ( ক্রুদ্ধ ) ( হইলে ) তেএণ তেজের দ্বারা= তপন্তেজের দ্বারা ) ণরকোড়িও ( নরকোটীকে=কোটী মনুষ্যকে ) দহিজ্জ ( দহন করেন = ভস্মসাৎ করেন ) || ১০ ||
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy