________________
সঞ্জয়ীয়
অষ্টাদশ অধ্যয়ন
কংপিল্লে ণয়রে রায়া, উদিঃবলবাহণে।
ণামেন সংজএ ণাম, মিগব্বং উবণি ॥১॥ কংপিল্লে (কাম্পীল্য) ণয়রে (নগরে ) উদিবলবাহণে ( উদীৰ্ণবলবাহন= যাহার চতুর্বিধ সৈন্য ও রথাদি বাহন প্রস্তুত আছে, সৈন্যসামন্তরথাদিযুক্ত) ণামেণ (নামের দ্বারা) সংজএ নাম ( সঞ্জয় নামক ) রায় (রাজা) মিগব্বং (মৃগয়াতে) উপণিগএ (উপনির্গত হইল = বহির্গত হইল ) ॥১॥
কাম্পীল্য নগরের সৈন্যসামন্ত রথাদিসম্পন্ন সঞ্জয় নামক রাজা মৃগয়ার জন্য নগর হইতে নির্গত হইল ॥১॥
হয়াণীএ গয়াণী, রহাণীএ তহেব য়। পায়ত্তাণীএ মহয়া, সব্বও পরিবারিএ ॥২॥ মিএ মুভিত্তা হয়গও, কংপিলুজ্জাণকেরে।
ভিএ সংতে মিএ তথ, বহেই রসমুচ্ছি ॥ হয়াণী (হয়ানীকের দ্বারা = অশ্বারােহী সৈন্যের দ্বারা) গয়াণীএ (গজানীকের দ্বারা = গজারাহী সৈন্যের দ্বারা) রহাণী (রথানীকের দ্বারা =রথারূঢ় সৈন্যের দ্বারা) তহেব য় (এবং) মহয়া ( মহতা =অনেক, প্রচুর পায়ত্তাণী ( পাদাত্যনীকের দ্বারা=পদাতি সৈন্যের দ্বার) সব্বও ( সর্বত= চতুর্দিকে ) পারিবারিএ (পরিবারিত হইয়া =পরিবৃত হইয়া) হয়গও (হয়গত =অশ্বারূঢ় ) ( হইয়া) কংপিলুজ্জাণকেরে (কেসর নামক কাস্পীল্য নগরের উদ্যানে)
১। দক্ষিণ পাঞ্চলের রাজধানী। ১৩২ সূত্রের ১নং পাদটীকা দ্রষ্টব্য। ২। সংজও’ টীকা ৩। ৩। “ক্ষিপ্ত। প্রেরয়িত্বা অশ্বেন ব্রাসয়িত্ব।” টীকা ১। ৪। “গ্লানিপ্রাপ্তা” টীক! ১। “সতঃ” টীকা ২ ও ৩। ৫। “মৃগা” টীকা ১। “মিতা পরিমিতা” টীকা ২ ও ৩। ৬। “তত্র তেষু মৃগে” টীকা ২ ও ৩।