________________
২৭৬
উত্তরাধ্যয়ন সূত্র নিকৃষ্ট হইয়া সে এ সংসারে বিষবৎ নিন্দিত হয় এবং সে ইহলােক ও পরলােক উভয়তঃ ভ্রষ্ট হয় ॥২৩||
জে বজ্জএ এএ সয়া উ দোসে, সে সুব্বএ হােই মুণীণ মঙ্।ে। অয়ংসি লােএ অময়ং ব পূইএ, আরাহএ লােগমিণং তােপরং ॥২১!
ত্তি বেমি। জে (যে ) এএ (এই সমস্ত =উপরােক্ত সমস্ত ) দোসে ( দোষ ) সয়া (সদা= সর্বদা) বজ্জএ ( বর্জন করে) সে (সে) মুণীণ মজ্বে ( মুনিগণের মধ্যে ) সুব্বএ (সুব্রত =প্রশস্ত ব্ৰতসম্পন্ন) হােই (হয়) অয়ংসি লােএ (এই লােকে =এই সংসারে ) (সে) অময় ব (অমৃতের ন্যায়) পূইএ (পূজিত হয়) (এবং সে ) ইণং লােগং (ইহ লােকে) আরাহ ( আরাধক হয় = সফলতা প্রাপ্ত হয়) তহা (তথা) পরং (পরলােকে) (সফলতা প্রাপ্ত হয় ) ২১। এইরূপ বলিতেছি।
যে উপরােক্ত দোষসমূহ সর্বদা বর্জন করে সে মুনিগণের মধ্যে প্রশস্তব্ৰত সম্পন্ন বলিয়া কথিত হয়, সে এ সংসারে অমৃতের ন্যায় পূজিত হয় এবং তাহার ইহলােক ও পরলােক সফল হয় ॥২১। এইরূপ বলিতেছি।
ইতি পাপমণীয়, সপ্তদশ অধ্যয়ন
১। “বজ্জ’ টীকা ৩। ২। এয়’ টীকা ২। ৩। অমিয়ং’ টীকা ১। ৪। “আরাহএ দুহও লােগমিং টীকা ৩। ৫। “তহা পরং এই দুইটী শব্দ টীকা ৩-এ নাই।