________________
২৭৪
উত্তরাধ্যয়ন সূত্র
আয়রিয়পরিচ্চাঈ, পরপাসংডসেব।
গাণংগণিএ দুএ, পাবসমণিত্তি বুচ্চঈ ॥১৭। (যে ) আয়রিয়পরিচ্চাঈ ( আচার্যপরিত্যাগী =যে আহার লােলুপতার জন্য আচার্যের সঙ্গ পরিত্যাগ করে ) পরপাসংডসেবএ (পরপাষণ্ডসেবক = অন্যধর্ম অবলম্বন করে) গাণংগণি ( গাণংগণিক =যে একগণ অর্থাৎ এক আচার্যের সমূহ পরিত্যাগ করিয়া অন্য আচার্যের গণে বা সম্প্রদায়ে গমন করিতে থাকে) দুব,ভূএ (দুভূত=দুরাচারের জন্য যে নিন্দনীয় হয় ) (সে) পাবসমণিত্তি বুচ্চঈ (পূর্ববৎ ) ॥১৭ * যে আহার লােলুপতার জন্য নিজের আচার্যের সঙ্গ পরিত্যাগ করে ও অন্যধর্মাবলম্বীর সংঘে প্রবিষ্ট হয়, যে স্বসম্প্রদায়েরও একগণ পরিত্যাগ করিয়া অন্যগণে গমন করিতে থাকে ও যে দুরাচারের জন্য নিন্দিত হয় সে পাপ শ্ৰমণ বলিয়া কথিত হয় ॥১৭||
সয়ংগেহং পরিচ্চজ্জ, পরগেহংসি বাবড়ে।।
ণিমিত্তেণ য় ববহরঈ পাবসমণিত্তি বুচ্চঈ ॥১৮৷৷ (যে) সয়ং (স্বক = নিজের) গেহং (গৃহ) পরিচ্চজ্জ (পরিত্যাগ করিয়া অর্থাৎ দীক্ষাগ্রহণ করিয়া) পরগেহংসি (পরগৃহে =অন্য গৃহস্থের গৃহে) বাবড়ে (ব্যাপৃত হয় = আহারের জন্য সেই গৃহস্থের কার্য করিয়া দেয় ) য় (ও) ণিমিত্তেণ ( নিমিত্ত কথনের দ্বারা= শুভ, অশুভ, লাভ ও ক্ষতি ইত্যাদি ভবিষ্যৎ কথনের দ্বারা) ববহরঈ ( ব্যবহার করে=উপার্জন করে ) (সে) পাবসমণিত্তি বুচ্চঈ (পূর্ববৎ ) ॥১৮||
| যে নিজের গৃহ পরিত্যাগ করিয়া অর্থাৎ দীক্ষাগ্রহণ করিয়াও অন্য গৃহস্থের গৃহে কার্য করে, যে শুভাশুভ কথন করিয়া ধনােপার্জন করে সে পাপ শ্ৰমণ বলিয়া কথিত হয় ॥১৮||
১। “স্বেচ্ছয়া যগ্মসভ্যন্তরমেব গণাগণং সংক্রামতীতি গাণংগণিকঃ ইত্যাগমিকী ভাষা” টীকা ২। | ২। “দুভূততা দুর্নিলিতং ভূতং ভবনমস্তেতি দুভূততা দুরাচারতয়া নিন্দ্যো ভূত ইত্যর্থ” টীকা ২।
৩। ববহরে’ টীকা ২।