________________
२१२
উত্তরাধ্যয়ন সূত্র
বিবায়ং চ উঈরেই, অহম্মে অত্তপঃহা।
বুগহে কলহে রত্তে, পাবসমণিত্তি বুচ্চঈ ॥১২। (যে ) বিবায়ং ( বিবাদ=কলহ) উঈরেই (উদ্দীপনা করে) অহম্মে ( অধর্ম=অসদাচারী) অত্তপগ্নহা (আপ্তপ্রজ্ঞহা =তত্ত্ববুদ্ধিহস্তা, কুতর্কের দ্বারা বুদ্ধিবিপর্যয়কারী) বুগগহে (ব্যুগ্রহে =দণ্ডাদির দ্বারা বিগ্রহে বা বিরােধে ) কলহে (কলহে = বাকলহে) রত্তে (রক্ত= আসক্ত) (সে) পাবসমণিত্তি বুচ্চঈ (পূর্ববৎ ) ॥১২)। | যে বিবাদ উদ্দীপিত করে, যে অসদাচারী ও কুতার্কিক, যে দণ্ডাদির দ্বারা বিরােধে ও বাক্কলহে রত সে পাপিষ্ঠ শ্ৰমণ বলিয়া কথিত হয় ॥১২।
অথিরাসণে কক্কুঈএ, জখ তখ ণিসীয়।
আসণংমি অণাউত্তে, পাবসমণিত্তি বুচ্চঈ ॥১৩ (যে ) অথিরাসণে ( অস্থিরাসন = স্থির হইয়া বসিতে পারে না) কক্কুঈএ (কুৎকুচ= স্পন্দক, উপবেশন করিয়া অঙ্গপ্রত্যঙ্গাদি স্পন্দন করিতে থাকে ) জখ তখ (যেখানে সেখানে) ণিসীয়ঈ ( উপবেশন করে) আসণংমি ( আসনে ) অণাউত্তে ( অসাবধান) পাবসমণিত্তি বুচ্চঈ (পূর্ববৎ ) ॥১৩। | যে আসনে স্থির হইয়া বা অঙ্গপ্রত্যঙ্গ স্পন্দন না করিয়া বসিতে পারে না, যে যেখানে সেখানে বসিয়া যায় ও যে আসনে অসাবধান হইয়া বসে সে পাপিষ্ঠ শ্রমণ বলিয়া কথিত হয় ॥১৩।
সসরখপাউ সুবই, সিজ্জং ন পড়িলেহ এ।
সংথারএ অণাউত্তে, পাবসমণিত্তি বুচ্চঈ ॥১৪। (যে ) সমরখপাউ ( সরজস্কপাদ =ধূলিলিপ্ত পাদে ) সুবঈ ( শয়ন করে ) সিজ্জং (শয্যা) ন পড়িলেহ (প্রতিলেখন করে না) সংথারএ (সংস্তারকে
১। “উদীরেই টীকা ৩। ২। অধম্মে’ টীকা ৩।
৩। “আপ্তাং সদ্বোধরূপতয়া হিতাং প্রজ্ঞাং স্বস্থান্বেষাং বা বুদ্ধিং কুতর্কব্যাকুলীকরণতে হন্তীত্যাপ্তপ্রজ্ঞহা” টীকা ২।
৪। “দণ্ডাদিপ্রহারজনিতযুদ্ধং ব্যুগ্রহস্তস্মিন্ টকা ১। ৫। সুয়’ টীকা ১।