________________
২৭০
উত্তরাধ্যয়ন সূত্র
দ্বারা ঝাড়িয়া না লইয়া) আরুহই ( আরােহণ করে ব্যবহার করে ) ( সে) পাবসমণিত্তি বুচ্চঈ ( পাপিষ্ঠ শ্ৰমণ বলিয়া কথিত হয় ) ॥৭ | যে শয্যা, শয়ন করিবার চৌকি, আসন, স্বাধ্যায়ের ভূমি ও পাদ পুঞ্ছন, প্রমার্জন না করিয়া ব্যবহার করে সে পাপ শ্ৰমণ বলিয়া কথিত হয় ॥৭||
দবদবস’ চরঈ, পমত্তে য় অভিখণং।।
উল্লংঘণে য় চংডে য় পাবসমণিত্তি বুচ্চঈ ॥৮|| ( যে ) দবদবস (জোরে পা ফেলিয়া, দ দ শব্দ করিয়া) চরঈ (বিচরণ করে) য় (ও) অভিখণং ( বারংবার) পমত্তে (প্রমাদগ্রস্ত =যে কোন প্রকার সমিতি আচরণ না করে ) ( হয়) য় (ও) উল্লংঘণে ( সাধুর আচার উল্লঙ্ঘন করিয়া চলে বা অন্য সাধু ভিক্ষার জন্য দণ্ডায়মান থাকিলে তাহাকে অতিক্রম করিয়া ভিক্ষার জন্য অগ্রসর হয়) য় (ও) চংডে (চণ্ড =কোপনস্বভাব বিশিষ্ট) (সে) পাবসমণিত্তি ৰুচ্চঈ (পূর্ববৎ ) ||৮||
যে পায়ের দ্বারা দ দ শব্দ করিয়া চলে, যে বারংবার ঈর্ষা সমিতি প্রভৃতি সাধুর আচার পালন না করিয়া প্রমাদগ্রস্ত হয়, যে গৃহস্থ গৃহে অন্য সাধু ভিক্ষাৰ্থ দণ্ডায়মান থাকিলে তাহাকে উল্লঙ্ঘন করিয়া অগ্রসর হয় ও যে। কোপনস্বভাববিশিষ্ট সে পাপিষ্ঠ শ্ৰমণ বলিয়া কথিত হয় ॥৮||
পড়িলেহেই পমত্তে, অবউজ্জ্বই পায়কংবলং।
পড়িলেহা অণাউত্তে, পাবসমণিত্তি বুচ্চঈ | ( যে ) পমত্তে ( প্রমত্ত = অনবধান ) ( হইয়া) পড়িলেহেই (প্রতিলেখন করে =বস্ত্র পাত্ৰাদি নিরীক্ষণ করে) পায়কংবলং (পাদকম্বল =পাদপুঞ্ছন) অবউজ্জ্বই (যেখানে সেখানে নিক্ষেপ করে ) পড়িলেহা (প্রতিলেখনে) অণাউ ( অনাযুক্ত= অমনােযােগী ) (সে) পাবসমণিত্তি বুচ্চঈ (পূর্ববৎ ) ||
১। “দ। ব্রজতি তদা দব দব ইতি ঘাতিঃ পৃথিবীং কুট্টয় শীঘ্রং ব্রজতি” টীকা ১।।
২। “উল্লম্বয়ত্যজ্ঞানিনামথবা বালানাং হাস্যাদ্যবিনয় কর্তৃর্ণাং ভাপয়ন্ স্বকীয়মাচারমতিক্রাময়তীতুল্লঙ্ঘনঃ” টীকা ১। ১৩৩ সূত্রের ‘লংঘিত্তা’ শব্দের সহিত তুলনীয়।
৩। পাঁচ প্রকার সমিতির ব্যাখ্যার জন্য ৮৯ সূত্রের ২নং পাদটীকা দ্রষ্টব্য।
৪। সাধুর বস্ত্ৰপাত্ৰাদি সমস্ত উপকরণে কোনপ্রকার কীটাদি জীব আছে কিনা তাহা ভাল করিয়া নিরীক্ষণ করিয়া যদি কীটাদি থাকে তাহাকে রজোহরণের দ্বারা ধীরে ধীরে সরাইয়া দেওয়াকে পড়িলেহন বা প্রতিলেখন কহে।