SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 286
Loading...
Download File
Download File
Page Text
________________ পাপশ্ৰমণীয় সম্যক্ প্রকারে ) নে৷ পড়িতপ্পই ( পরিতৃপ্তি সাধন না করে) অপ্পড়িয় ( অপ্রতিপূজক=যে অর্থদাদির বা গুরুজনের যথোপযুক্ত পূজা ও সম্মান না করে, যে অপ্রতিপূজক ) থদ্ধে ( স্তব্ধ = অহংকারী ) ( সে ) পাবসমণিত্তি ( পাপিষ্ঠ শ্রমণ বলিয়া ) বুচ্চঈ ( কথিত হয় ) ॥৫॥ যে আচার্য ও উপাধ্যায়ের সম্যক্ প্রকারে তৃপ্তি সাধন না করে বা যথোপযুক্ত সম্মান না করে এবং যে অহংকারী সে পাপিষ্ঠ শ্রমণ বলিয়া কথিত হয় ৷ ৫৷৷ সম্মদ্দমাণে পাণাণি, বীয়াণি হরিয়াণি য় । অসংজএ সংজয় মগ্নমাণে, পাবসমণিত্তি বুচ্ছঈ ॥৬॥ (যে) পাণাণি (প্রাণকে=দ্বীন্দ্রিয়াদি প্রাণীকে ) বীয়াণি (বীজকে = ধান্যাদিকে ) হরিয়াণি য় ( ও হরিতকে= সবুজ দুর্বাদি ঘাস ও ফলপুষ্পাদিকে ) সম্মদ্দমাণে ( সংমদমান = সংমর্দন করিতে থাকে, বিনাশ করিতে থাকে ) অসংজ ( অসংযত ) ( হইয়াও নিজকে ) সংজয়মগ্নমাণে ( সংযত মনে করে ) ( সে ) পাবসমণিত্তি ৰুচ্চঈ ( পাপিষ্ঠ শ্রমণ বলিয়া কথিত হয় ) ||৬|| যে দ্বীন্দ্রিয়াদি প্রাণিগণকে, ধান্যাদি ও সবুজ দুর্বাদি ঘাস ও ফলপুষ্পাদি একেন্দ্রিয় জীবকে বিনাশ করিতে থাকে এবং অসংযত হইয়াও নিজকে সংযত মনে করে সে পাপিষ্ঠ শ্ৰমণ বলিয়া কথিত হয় ॥৬॥ সংথারং' ফলগং পীঢ়ং, ণিসিজ্জংo পায়কংবলং । অল্পমজ্জিয়মারুহই, পাবসমণিত্তি বুচ্চঈ ॥৭॥ ২৬৯ ( ষে ) সংথারং ( সংস্তারক=বিছাইবার কম্বলাদি শয্যা) ফলগং ( ফলক= শয়ন করিবার জন্য কাঠের চৌকি ) পীঢং ( পীঠ = আসন ) ণিসিজ্জং ( নিষিদ্য =স্বাধ্যায় করিবার ভূমি ) পায়কংবলং ( পাদকম্বল = পাদপুঞ্ছন, পাদ পরিষ্কার করিবার বস্ত্র ) অল্পমজ্জিয়ং ( অপ্রমার্জিত=প্রমার্জন না করিয়া, রজোহরণের ১। “সংস্তারং কম্বলাদিকম্” টীকা ১ । ২। “ফলকং পট্টিকাদিকং” টীকা ১। “ফলকং দারুময়ম্” টীকা ২ ৩। “পীঠং আসনং” টীকা ২ ও ৩। “সিংহাসনাদিকং” টীকা ১ । ৪। “নিষিদ্যা স্বাধ্যায়ভূমিঃ” টীকা ২ । ৫। “পাদপুঞ্ছনম্” টীকা ২ ।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy