SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 285
Loading...
Download File
Download File
Page Text
________________ ২৬৮ উত্তরাধ্যয়ন সূত্র ভংতে (হে ভদন্ত =হে পূজ্য ) সুত্রণ (তের দ্বারা=তশাস্ত্র অধ্যয়ন করিয়া) কিং নাম (কি) কাহামি ( করিব ) |২|| সুদৃঢ় উপায় (আবাসস্থান) আছে। আমার গাত্রবস্তু আছে। খাদ্য ও পানীয় দ্রব্য প্রাপ্ত হইতেছি। হে আয়ুস্মন্ জীবাদি পদার্থ যাহা আছে তাহাও জানি। অতএব হে ভদন্ত, তশাস্ত্র অধ্যয়ন করিয়া কি করিব? |২|| জে কেই উ পদ্মইএ, ণিদাসীলে পগামসসা। ভুচ্চা পিচ্চা সুহং সুবঈ, পাবসমণি ত্তি বুচ্চঈ ॥৩ জে কেই ( যে কেহ ) পব্বইএ উ (প্রব্রজিত হইয়া ও) পগামসস ( অত্যন্ত ) ভুচ্চা (ভােজন করিয়া) পিচ্চা ( পান করিয়া) ণিদ্দাসীলে (নিদ্রাশীল) ( হইয়া) সুহং ( সুখে) সুবঈ ( শয়ন করে) (সে) পাবসমণ ইত্তি ( পাপশ্ৰমণ =পাপিষ্ঠ সাধু বলিয়া) বুচ্চই (কথিত হয়) ॥ যে কেহ দীক্ষা গ্রহণ করিয়াও অত্যন্ত ভােজন ও পান করিয়া নিদ্ৰাশীল হইয়া সুখে শয়ন করে তাহাকে পাপিষ্ঠ সাধু বলে ॥ আয়রিয় উবঙ্খাএহিং, সুয়ং বিণয়ং চ গাহিএ। তে চেব থিংসঈ বালে, পাবসমণিত্তি বুচ্চ ॥৪॥ আয়রিয়উবঙ্খএহিং (আচার্যোপাধ্যায়ের দ্বারা=আচার্য ও উপাধ্যায়ের দ্বারা) সুয়ং (শ্রুত শাস্ত্র) বিণয়ং চ (ও বিনয় =ও সাধুর আচার ) গাহি ( গ্রাহিত=শিক্ষিত) ( হইয়াও যে ) বালে (মূখ) তে চেব (তাহাদিগকেই= আচার্যাদিকেই) থিংসঈ ( থিংসতি= নিন্দা করে) (সে) পাবসমণিত্তি ( পাপিষ্ঠ শ্ৰমণ বলিয়া) বুচ্চঈ ( কথিত হয় ) ॥৪॥ আচার্য ও উপাধ্যায়ের দ্বারা শাস্ত্র ও সাধ্বাচার শিক্ষাপ্রাপ্ত হইয়াও যে মূৰ্থ তাঁহাদিগেরই নিন্দা করে সে পাপিষ্ঠ শ্রমণ বলিয়া কথিত হয় ॥৪॥ আয়রিয়উবস্ক্রয়াণাং, সম্মং নাে পড়িতপ্পষ্ট। অল্পড়িপূয়এ থদ্ধে, পাবসমণিত্তি বুচ্চঈ ॥৫|| ( যে) আয়রিয়উবঙ্খায়াণাং ( আচার্য ও উপাধ্যায়ের সম্মং (সম্যক্ = ১। “ন পরিতৃপ্যতি প্রীতিং ন বিদধাতি” টীকা ১। “ন পরিতপতে ন ততৃপ্তিং ভক্তাদিচিন্তা করােতি” টীকা ২।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy