________________
পাপশমণীয়
সপ্তদশ অধ্যয়ন
জে কেই উ পব্বইএ ণিয়ংঠে, ধম্মং সুণিত্তা বিণওববগ্নে।
সুদুল্লহং লহিউং বােহিলাভং, বিহরিজ্জ পচ্ছায় জহাসুহং তু ॥১॥ জে কেই (যে কেহ) পব্বইএ (প্রব্রজিত=দীক্ষাপ্রাপ্ত) ণিয়ংঠে ( নিগ্রন্থ) ধম্মং সুণিত্তা (ধর্ম শ্রবণ করিয়া) বিণওববপ্নে (বিনয়ােপপন্ন =জ্ঞান, দর্শন ও চারিত্র যুক্ত ) ( হইয়াছে) (এবং) সুদুল্লহং (সুদুলর্ভ) বােহিলাভং লহিউং (বােধি লাভ করিয়া = জিনধর্ম প্রাপ্ত হইয়া) পচ্ছ। (পশ্চাৎপরে) তু (কিন্তু) জহাসুহং ( যথাসুখ =যথেচ্ছ প্রকারে=নিগ্রন্থ ধর্মের নিয়ম পালন না করিয়া) বিহরিজ্জ (বিচরণ করে ) ॥১॥
যে কেহ দীক্ষাপ্রাপ্ত নিগ্রন্থ সাধু ধর্ম শ্রবণ করিয়া জ্ঞান, দর্শন ও চারিত্রযুক্ত হইয়াছে এবং সুদুর্লভ বােধি প্রাপ্ত হইয়াছে, পরে যদি সে নিয়মানুযায়ী আচরণ না করিয়া যথেচ্ছ প্রকারে বিচরণ করে (তাহাকে প্রমাদগ্রস্ত বলে ) ॥১
সিজ্জা দঢ়া পাউরণং মে অখি, উজ্জঈ ভুতু, তহেব পাউং।
জাণামি জং বট্টই আউসু ত্তি, কিং ণাম কাহামি সুএণ ভংতে ॥২॥ সিজ্জা (শয্যা=বাস করিবার স্থান, উপায়) দঢ়া (দৃঢ় =বর্ষাতপ নিবারণের পক্ষে সুদৃঢ় ) মে ( আমার আমার নিকট ) পাউরণং (প্রাবরণ = গাত্রবস্ত্র ) অখি ( আছে) ভুতু, (ভােজন করিবার জন্য ) (খাদ্যদ্রব্য) তহেব (তথা ) পাউং (পান করিবার জন্য ) (পানীয় দ্রব্য) উপ্লজ্জঈ (প্রাপ্ত হইতেছে ) আউসু (হে আয়ুষ্মন্) জং (যাহা) বউই (বর্ততে=এখন আছে অর্থাৎ জীব অজীব আদি পদার্থ যাহা সংসারে আছে তাহা) জানামি (জ্ঞাত আছি)
১। “শয্যোপায় বসতিঃ” টীকা ১। ২। “যদ্বর্তমানং জীবদিবস্তু বৰ্ত্ততে” টীকা ১। ৩। “নামু’ টীকা ২।