________________
উত্তরাধ্যয়ন সূত্র
ধম্মসারহী ( ধর্মসারথি =অন্যকে ধর্মে প্রবর্তন করিতে সমর্থ ) ধম্মারামরএ ( ধর্মারামরত=ধর্মে রমণ করে যে সে ধর্মারাম অর্থাৎ সাধু, তাহাতে রত অর্থাৎ অনুরক্ত, অন্যান্য সাধুর প্রতি অনুরক্ত ) দংতে (দান্ত ) ভিক্ ( ভিক্ষু ) ধম্মারামে ( ধর্মারামে = ধর্মরূপ আরামে অর্থাৎ উদ্যানে ) চরে ( বিচরণ করে ) ॥ ১৫ ॥
২৬৬
ব্রহ্মচর্যে স্থির, ধৃতিমান্, ধর্মসারথি, ধর্মে রত সাধুগণের প্রতি অনুরক্ত ও দাস্ত ভিক্ষু ধর্মরূপ উদ্যানে বিচরণ করে ॥১৫||
দেবদাণবগংধব্বা জখরসকিংণরা '।
বংভয়ারিং ণমংসংতি দুক্করং জে করিংতি তং ॥১৬
জে ( যে ) দুক্করং ( দুষ্কর - যাহা দুঃখে আচরণ করা যায়, কষ্টসাধ্য ) (ব্রহ্মচর্য ব্রত) করিংতি ( করে = আচরণ করে ) তং ( সেই ) বংভয়ারিং ( ব্রহ্মচারীকে ) দেবদাণবগংধব্বা ( দেব, দানব ও গন্ধর্বগণ ) জরথসকিংণরা যক্ষ, রাক্ষস ও কিন্নরগণ ) নমংসংতি ( নমস্কার করে ) ॥১৬৷৷৷
যে কষ্টসাধ্য ব্রহ্মচর্য ব্রত পালন করে সেই ব্রহ্মচারীকে দেব, দানব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস ও কিন্নরগণ নমস্কার করে ॥১৬||
এস ধম্মে ধুবে ণিচ্চে, সাসএ জিনদেসিএ ৷
সিদ্ধা সিাংতি চাণেণং, সিঙ্গিসংতি তহাবরে ॥১৭| ত্তি বেমি ॥
এস ( এই = পূর্বোল্লিখিত ) জিনদেসিএ ( জিনদেশিত=জিন অর্থাৎ তীর্থঙ্করের দ্বারা উপদেশিত ) ধৰ্ম্মে ( ধর্ম ) ধুবে (ধ্রুব) ণিচ্চে ( নিত্য ) সাসএ ( শাশ্বত ) অণেণং ( ইহার দ্বারা ) সিদ্ধা ( হইয়াছেন = মুক্তিপ্রাপ্ত হইয়াছেন ) চ ( 3 ) সিাংতি ( সিদ্ধ হইতেছেন ) তহা ( তথা ) অবরে ( অপরে = অন্য ব্যক্তি ) সিঙ্মিসংতি ( সিদ্ধি প্রাপ্ত হইবেন ) ॥ ১৭৷ এইরূপ বলিতেছি ৷
তীর্থঙ্করের দ্বারা উপদিষ্ট পূর্বোল্লিখিত ব্রহ্মচর্য ধর্ম ধ্রুব, নিত্য ও শাশ্বত । ইহার প্রভাবে অতীতকালে অনেকে সিদ্ধ হইয়াছে, বর্তমানে সিদ্ধ হইতেছেন ও ভবিষ্যতে সিদ্ধ হইবেন ॥ ১৭৷৷ এইরূপ বলিতেছি ৷
ইতি ব্রহ্মচর্যসমাধিস্থান, ষোড়শ অধ্যয়ন
১। ‘জখরসকিংনরা' টাকা ২ ।
২। ‘নিত্তে’ টীকা ১। ‘নিয়এ’ টীকা ৩।