________________
ব্রহ্মচর্যসমাধিস্থান।
২৬৩ বিত্তাসিয়াণি (বিত্রাসিত =ভয়প্রদর্শন) কয়াইবি ( কখনও) নানুচিংতে ( চিন্তা করিবে না= স্মরণ করিবে না) ॥৬|| | ব্রহ্মচর্যরত সাধু স্ত্রীর হাস্য, ক্রীড়া, রতি, মানজনিত গর্ব ও অকস্মাৎ ভয়প্রদর্শন কখনও চিন্তা করিবে না অর্থাৎ গৃহস্থাবাস কালে আচরিত উপরােক্ত কার্যগুলি স্মরণ করিবে না ॥৬।
পণীয়ং ভত্তপাণং তু, খিপ্পং ময়বিবড ঢণং।।
বংভচেররও ভিখু, ণিচ্চসস পরিবজ্জএ৭ বংভচেররও (ব্রহ্মচর্যরত ) ভিখু (ভিক্ষু) খিপ্পং ( ক্ষিপ্র =শীঘ্র ) ময়বিবড ঢং ( মদবিবর্ধন =কামােদ্দীপক) পণীয়ং (প্রণীত =সরস) ভত্তপাণং ( আহার্য ও পানীয়) তু (ও) নিচ্চসাে ( নিত্য) পরিবজ্জএ (পরিবর্জন করিবে ) ॥৭ | ব্রহ্মচর্যরত সাধু শীঘ্র কামােদ্দীপক, সরস আহার্য ও পানীয় দ্রব্য, নিত্য পরিবর্জন করিবে ।৭
| ধম্মং লদ্ধং মিয়ং কালে, জখং পণিহাণং।
নাইমত্তং তু ভুংজিজ্জা, বংভচেররও সয়া ॥৮|| বংভচেররও (ব্রহ্মচর্যরত) পণিহাণবং (প্রণিধানবা=চিত্তস্থৈর্যযুক্ত)(সাধু) সয়া ( সর্বদা) ধম্মং ( ধৰ্ম্য = ধর্মের দ্বারা অর্থাৎ সদুপায়ের দ্বারা) লদ্ধং (প্রাপ্ত) মিয়ং (মিত =পরিমিত) (আহার্য ) কালে (যথাকালে =নির্দিষ্ট সময়ে ) জখং (যাত্রার্থ=শরীরযাত্রা নির্বাহের জন্য ) ভুংজিজ্জা (ভােজন করিবে ) তু (কিন্তু) অইমং (অতিমাত্র=অতিরিক্ত মাত্রায় ) ন (ভােজন করিবে না) ॥৮ | ব্রহ্মচর্যরত, চিত্তস্থৈর্যযুক্ত সাধু সর্বদা সদুপায়ে প্রাপ্ত পরিমিত আহার্য দ্রব্য নির্দিষ্ট সময়ে শরীরযাত্রা নির্বাহের জন্য আহার করিবে। কিন্তু অতিরিক্ত মাত্রায় আহার করিবে না ॥৮||
বিভূসং পরিবজ্জিজ্জা, সরীপরিমংডণং।
বংভচেররও ভিক, সিংগারখং ন ধারএ॥৷ ' বংভচেররও ভিখু (ব্রহ্মচর্যরত ভিক্ষু) বিভূসং (বিভূষা=বস্ত্রাদির দ্বারা
১। ধম্মলদ্ধং টীকা ১ ও ৩।