________________
উত্তরাধ্যয়ন সূত্র
অংগপচ্চংগসংঠাণং, চারুল্লবিয়পেহিয়ং'। বংভচেররও থীণং, চক্গিাং বিবজ্জএ ॥ ॥
বংভচেররও ( ব্রহ্মচর্যরত ) ( সাধু ) থীণং (স্ত্রীর) অংগপচ্চংগসংঠাণং ( অঙ্গপ্রত্যঙ্গের সংস্থান = অঙ্গপ্রত্যঙ্গের আকার) চারুলবিয়পেহিয় ( চারূল্লপিতপ্রেক্ষিত, চারু=মনোহর, উল্লপিত=বাক্য অর্থাৎ বলিবার সময় মুখভঙ্গী, প্রেক্ষিত=কটাক্ষাদি = মনোহর মুখভঙ্গী ও কটাক্ষ ) চগিঙ্মং ( চক্ষুগ্রাহ্য = দৃষ্টিবিষয়ে আগত হইলে ) বিবজ্জএ ( বর্জন করিবে ) ॥৪॥
ব্রহ্মচর্যরত ভিক্ষু স্ত্রীর অঙ্গপ্রত্যঙ্গের আকার, মনোহর মুখভঙ্গী ও কটাক্ষাদি দৃষ্টিপথে আসিলেও তাহা বর্জন করিবে অর্থাৎ তাহা বারংবার নিরীক্ষণ করিবে
না ॥ ৪॥
22
কূইয়ং রুইয়ং গীয়ং, হসিয়ং থণিয়ং কংদিয়ং। বংভচেররও থীণং, সোয়গিাং বিবজ্জএ ॥৫॥
বংভচেররও ( ব্রহ্মচর্যরত ) ( সাধু ) থীণং ( স্ত্রীর ) কূইয়ং ( কূজন ) রুইয় ( রোদন ) গীয়ং ( গীত ) হসিয়ং ( হাস্য ) থণিয়ং ( স্তনিত ) কংদিয়ং ( ক্রন্দন ) সোয়গিঙ্মং ( শ্রোত্রগ্রাহ=কর্ণের বিষয়ভূত হইলে ) ( ও ) বিবএ ( বর্জন করিবে ) ॥ ৫॥
ব্রহ্মচর্যরত সাধু স্ত্রীর কূজন, রোদন, গীত, হাস্য, স্তনিত ও ক্রন্দনের শব্দ কর্ণগোচরে আসিলেও বর্জন করিবে অর্থাৎ ইচ্ছা করিয়া বারংবার শ্রবণ করিবে না ॥৫॥
হাসং কিডং রইং দপ্পং, সহসা বিত্তাসিয়াণি য় । বংভচেররও থীণং, নাণুচিংতে কয়াই বি ॥৬॥
বংভচেররও ( ব্রহ্মচর্যরত ) ( ভিক্ষু ) থীণং (স্ত্রীর) হাসং ( হাস্য ) কি (ক্রীড়া) রইং ( রতি ) দপ্পং ( দর্প=মানজনিত গর্ব ) সহসা ( হঠাৎ )
১। “চারু শোভনং উল্লপিতং চ মন্মনভাষিতাদি তৎসহগতমুখাদিবিকারোপলক্ষণমেতৎ” টাকা ৩ ৷
২। “সহসা কম্মাদাগত্য পশ্চাৎ পরাঙ মুখস্থিতানাং স্ত্রীণাং নেত্রে হস্তাভ্যাং নিরুদ্ধ্য ভয়োৎপাদনহা্যোৎপাদনানি সহসা বিত্রাসিতাণি” টীকা ১। ‘সহসা বত্তাসিয়াণি' টীকা ৩। ‘বিত্তাসণাণি” টাকা ৪ ।