SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 278
Loading...
Download File
Download File
Page Text
________________ ব্রহ্মচর্যসমাধিস্থান ২৬১ ভবতি ইখ সিলােগা, তং জহা। এখানে শ্লোক আছে, যথা জং বিবিত্তমণাইং, রহিয়ং গীজণেণ য়। বংভচের রক্খা , আলয়ং তু ণিসেব |১|| বংভচের (ব্রহ্মচর্যের) রখঠা ( রক্ষার্থরক্ষা করিবার জন্য ) ( নিগ্রন্থ সাধু) জং ( যাহা) বিবিত্তং (বিবিক্ত=একান্ত) অণাইং (অনাকীর্ণ = গৃহস্থের গৃহ হইতে দূরবর্তী ) য় (এবং) থীজণেণ (স্ত্রীজনের দ্বারা) রহিয়ঃ (রহিত) আলয়ং (আলয় = বাসস্থান, উপায় ) ণিসেবএ (সেবন করিবে= ব্যবহার করিবে ) |১|| | ব্ৰহ্মচর্যের রক্ষা করিবার জন্য নিগ্রন্থ সাধু যাহা একান্ত, গৃহস্থ গৃহ হইতে দূরবর্তী এবং যেখানে স্ত্রীলােক থাকে না এরূপ বাসস্থান (উপায় ) ব্যবহার করিবে ॥১॥ মণপায়জণণী, কামরাগবিব ঢণী। বংভচেররও ভিকৃথু, থাকহং তু বিবজ্জএ ॥ ২॥ বংভচেররও ( ব্রহ্মচর্যরত) ভিখু (ভিক্ষু ) মণপায়জণণী (মনপ্রহ্লাদজননী = মনের হর্ষোৎপাদনকারী ) কামরাগবিবণী (কামরাগবিবৰ্ধনী= বিষয়াসক্তির বর্ধনকারী) থকহং তু (স্ত্রীকথা) বিবজ্জএ (বর্জন করিবে ) ॥২ | ব্রহ্মচর্যরত ভিক্ষু মনের হর্ষোৎপাদনকারী ও বিষয়াসক্তি বর্ধনকারী স্ত্রীর বিষয়ে আলাপ বর্জন করিবে ২॥ | সমং চ সংথবং গীহিং, সংকহং চ অভিখণং।। বংভচেররও ভিখু, ণিচ্চসসা পরিবজ্জএ ॥৩। বংভচেররও (ব্রহ্মচর্যরত) ভিখু (ভিক্ষু ) থীহিং সমং (স্ত্রীলােকের সহিত ) সংথবং (সংস্তব=পরিচয় ) চ (ও) অভিখণং ( অভিক্ষণ =বারংবার ) সংকহং (সংকথা=আলাপ) ণিচ্চসো ( নিত্যশ=নিত্য, সর্বদা) পরিবজ্জএ ( বর্জন করিবে ) ॥৩। ব্রহ্মচর্যরত ভিক্ষু স্ত্রীলােকের সহিত পরিচয় ও বারংবার আলাপ সর্বদা পরিবর্জন করিবে ॥৩|| ১। “অনাকীর্ণ। গৃহস্থানাং গৃহাদ দূরবর্তী” টীকা ১।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy