________________
২৬৪
উত্তরাধ্যয়ন সূত্র শরীর ভূষিত করণ) পরিবজ্জিজ্জা (পরিবর্জন করিবে) সিংগারখং (শৃঙ্গারের জন্য =বিলাসের জন্য ) সরীপরিমংডণং (শরীরপরিমণ্ডন=নখকেশাদির সংস্কার) ন ধারএ ( ধারণ করিবে না করিবে না ) ॥
ব্রহ্মচর্যরত ভিক্ষু বস্ত্রাদির দ্বারা শরীরের শােভা বিধান করিবে না। বিলাসের জন্য নখকেশাদির সংস্কার করিবে না ॥
সদ্দে রুবে য় গংধে য়, রসে ফাসে তহেব য়।
পংচবিহে কামগুণে, ণিচ্চসসা পরিবজ্জএ ১০ || সদ্দে ( শব্দ = কর্ণের সুখদ শব্দ) য় (ও) রুবে (রূপ =নেত্রের প্রীতিকর রূপ) য় (ও) গংধে ( গন্ধ =নাসিকার সুখকারী সুরভি গন্ধ ) তহেব (তথা) রসে ( রস= মধুরাদি রস) ফাসে (স্পর্শ ত্বকের সুখােৎপাদনকারী স্পর্শ ) পংচবিহে (পঞ্চপ্রকার ) কামগুণে (কামগুণ=কামের সাধন=বিষয়ের সাধন) ণিচ্চসাে ( নিত্য) পরিবজ্জএ (পরিবর্জন করিবে ) |১০|
শব্দ, রূপ, গন্ধ, রস ও স্পর্শ এই পাঁচ প্রকার বিষয়ের সাধন পরিবর্জন করিবে ॥১০|
আলও থীজপাইগো, থীহা য় মণপারমা। সংথবাে চেব শারীণং, তাসিং ইংদিয় দংসণং ॥১১। কুইয়ং রুইয়ং গীয়ং, হসিয়ং ভুত্তাসিয়াণি য়। পণীয়ং ভত্তপাণং চ, অয়িমায়ং পাণভােয়ণং ॥১২| গত্তভূষণমিঠং চ, কামভােগ য় দুর্জয়া।
ণরসত্তগবেসি, বিসং তালউড়ং জহা ॥১৩৷৷ থীজণাইগ্নো (স্ত্রীজনাকীর্ণ ) আলও (আলয় =উপায় ) য় (ও) মশােরমা (মনােরম) থকহা (স্ত্রীকথা) চেব (ও) নারীণং (নারীর ) সংথবাে (পরিচয় = স্ত্রীর সহিত একাসনে উপবেশন করিয়া পরিচয় করণ ) তাসিং
১। দরিসণং টীকা ২ ও ৩। ২। “ভুত্তাসণণি’ টীক।১। ৩। “অইমাণং টীকা ২। ৪। “তালপুটং বিষং তালুকস্পর্শনমাত্রাদেব ত্বরিতং হন্তি” টীকা ১।