________________
সভিক্ষু
২৫১ লােএ (লােকে) বিবিহং (বিবিধ) বায়ং (বাদ= দর্শনশাস্ত্র) সমিচ্চ (জানিয়া) সহিএ (সহিত = জ্ঞান, দর্শন ও চরিত্রযুক্ত) খেয়াণুগ (খেদানুগত= সংযমযুক্ত) কোবিয়প্পা (কোবিদাত্মা =শাস্ত্রজ্ঞ) পশ্নে (প্রাজ্ঞ) অভিভূয় (অভিভূত =যে পরীষহাদিকে পরাজিত করিয়াছে) সব্বদংসী (সর্বপ্রাণীর প্রতি সমভাবাপন্ন ) উবসংতে (উপশান্ত = যাহার কষায় উপশান্ত হইয়াছে। অবিহেড়এ ( অবিহেঠক=যে কাহাকেও বাধা বা কষ্ট প্রদান করে না) স (সে) ভিখু ( ভিক্ষু ) |১৫|| | যে সংসারের বিবিধ মতবাদ জ্ঞাত হইয়া জ্ঞান, দর্শন ও চারিত্র সমন্বিত, সংযমযুক্ত, শাস্ত্রজ্ঞ, প্রাজ্ঞ, পরীষহজয়ী, সর্বভূতাত্মদর্শী, উপশান্ত ও যে কাহাকেও কষ্ট প্রদান করে না সে ভিক্ষু ॥১৫||
অসিল্পজীবী অগিহে অমিত্তে, জিইংদিএ সব্বও বিল্পমুকে। অণুকসাঈ লহু অল্পভক্খী, চিচ্চাগিহং এগচরে স ভিক্খু ॥১৬
। ত্তি বেমি। অসিজীবী (অশিল্পজীবী = যে শিল্পকার্যের দ্বারা জীবিকা নির্বাহ করে না) অগিহে (অগৃহ= যাহার গৃহ নাই, যাহার স্ত্রী আদি নাই ) অমিত্তে (অমিত্র = শত্ৰুমিত্ররহিত) জিইংদিএ ( জিতেন্দ্রিয়) সব্বও বিল্পমুকে ( সর্বতঃ বিপ্রমুক্ত= সর্বপ্রকার পরিগ্রহ হইতে বিমুক্ত ) অণুকসাঈ ( অণুকষায়ী =অল্প কষায়যুক্ত ) লহু অল্পভখী (লঘু ও অল্পভক্ষী=অসার ও অল্প আহার করে যে ) (এরূপ হইয়া যে) গিহং (গৃহ) চিচ্চা (পরিত্যাগ করিয়া) এগচরে ( রাগদ্বেষ রহিত হইয়া বিচরণ করে) স (সে ভিখু ( ভিক্ষু ) ॥১৬ ত্তি বেমি (এইরূপ বলিতেছি )।
যে কোন প্রকার শিল্পের দ্বারা জীবিকা উপার্জন করে না, যে স্ত্রীপুত্রাদি ত্যাগ করিয়া অগৃহ হইয়াছে, যাহার শত্রু ও মিত্র নাই, যে জিতেন্দ্রিয়, যে সর্বপ্রকার পরিগ্রহ হইতে বিমুক্ত যে ক্রোধ, মান, মায়া ও লােভ রূপ কষায় রহিত, যে অসার দ্রব্য ও অল্পমাত্রায় ভক্ষণ করে, যে গৃহত্যাগ করিয়া ও রাগ এবং দ্বেষ দ্বারা বিরহিত হইয়া বিচরণ করে সে ভিক্ষু ॥১৬|| এইরূপ বলিতেছি ।
| ইতি সভিক্ষু, পঞ্চদশ অধ্যয়ন
১। “একো রাগদ্বেষরহিতশ্চরতীত্যেকচর” টীকা ২।