________________
উত্তরাধ্যয়ন সূত্র
প্রকার ঝোল, ওসামন ) চ ( ও ) জবোদণং ( যবোদন = যবের ভাত ) সীয়ং ( শীত=শীতল, ঠাণ্ডা ) সোবীরং ( সৌবীর = ভাত ভিজান জ্বল হইতে প্রস্তুত .এক প্রকার টক পানীয়, কাঞ্জি ) চ (ও ) জবোদগং ( যবোদক= যব ধোয়া জল ) ( এই সমস্ত ) ণীরসং ( নীরস ) পিংডং ( পিণ্ড= খাদ্য ) নো হীলএ ( অবহেলা করে না=নিন্দা করে না ) তু ( কিন্তু ) অংতপংতকুলাইং ( অন্তপ্রান্তকুলে=দরিদ্রকুলে ) পরিব্বএ ( পরিব্রজন করে=ভিক্ষার জন্য গমন করে ) স ( সে ) ভিক্ ( ভিক্ষু ) ॥ ১৩॥
ওসামন, যবের ভাত, শীতল কাঞ্জি ও যব ধোয়া জল প্রভৃতি নীরস খা্যদ্রব্যকে যে অবহেলা বা নিন্দা করে না কিন্তু দরিদ্রকুলে ভিক্ষার জন্য বিচরণ করে সে ভিক্ষু ॥১৩||
250
সদ্দা বিবিহা ভবংতি লোএ, দিব্বা মানুসয়া' তিরিচ্ছা'। ভীমা ভয়ভেরবা উরালা, জে সুচ্চা ন বিহিজ্জঈত স ভিক্ ॥১৪৷৷
লোএ ( লোকে = সংসারে ) দিব্বা (দিব্য = দেবতাগণের দ্বারা কৃত ) মানুসয়া ( মনুষ্যগণের দ্বারা কৃত ) তিরিচ্ছা ( তির্যগ গণ বা পশু প্রভৃতির দ্বারা কৃত ) ভীমা ( ভীম=রৌদ্রা ) ভয়ভেরবা ( ভয়ভৈরব = অত্যন্ত ভয়োংপাদক ) উরালা ( উদার=মহৎ, উৎকট ) বিবিহা ( বিবিধ ) সদ্দা ( শব্দ ) ভবংতি ( হয় ) (তাহা ) সুচ্চা (শ্রবণ করিয়া ) জে ( যে ) ন বিহিজ্জঈ ( ব্যথা প্রাপ্ত না হয় : ভীত না হয় ) স ( সে ) ভিক্ ( ভিক্ষু ) ॥ ১৪॥
=
এই সংসারে দেবতাগণের, মনুষ্যগণের ও পশুপক্ষিগণের দ্বারা কৃত বিবিধ প্রকারের রৌদ্র, অত্যন্ত ভয়োৎপাদক বা উৎকট শব্দ হয় তাহা শ্রবণ করিয়া যে ভীত না হয় সে ভিক্ষু ॥১৪||
বায়ং বিবিহং সমিচ্চ লোএ, সহিএ খেয়াণুগএ' য় কোবিয়প্পা ৷ পগ্নে অভিভূয় সব্বদংসী, উবসংতে অবিহেড়এ স ভিক্ ॥১৫ ॥
১। “মাণুসয়া’ টীকা ৩ । ‘মানুসগ’ টীকা ৪ ।
২। 'তেরিচ্ছ।' টাকা ২।
৩।
“নব্যথতে ন বিভেতি” টীকা ৩।
৪। “ খেদয়তি মন্দীকরোতি কর্মানেনেতি খেদঃ সংযমঃ তেনানুগতঃ খেদানুগতঃ সপ্তদশবিধসংযমরতঃ” টীকা ১ ৷