SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 257
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সূত্র হে হস্তী যেমন বন্ধন ছিন্ন করিয়া অটবীরূপ নিজের আবাসস্থানে চলিয়া যায় তদ্রূপ তুমিও আসক্তির বন্ধন ছিন্ন করিয়া মুক্তিরূপ স্বস্থানে গমন কর । ইষুকার মহারাজা, এইরূপ কল্যাণকারী বচন আমি শুনিয়াছি তাহাই তোমাকে বলিলাম ৷৪৮৷৷ 20 চইত্তা বিউলং' রজ্জং, কামভোগে য় দুচ্চত্র' । ণিব্বিসয়া ণিরামিসা, ণিস্নেহা ণিপরিগ্‌গহাত ॥৪॥ সম্মং' ধম্মং বিয়াণিত্তা, চিচ্চা কামগুণে বরেন । তবং পগিঙ্মহথায়ং, ঘোরং ঘোরপরক্কমা ॥৫০ | বিউলং ( বিপুল ) রজ্জং ( রাজ্য ) য় ( ও) দুচ্চত্র (দুস্ত্যাজ্য ) কমিভোগে ( বিষয়সুখ ) চইত্তা (ত্যাগ করিয়া) ণিব্বিসয়া (নির্বিষয় = বিষয়াভিলাষরহিত) ণিরামিসা (নিরামিষ=নিরাসক্ত ) ণিন্নেহা ( নিঃস্নেহ ) ণিপরিগ্‌গহা ( নিষ্পরিগ্রহ=সর্বপ্রকার সম্পত্তিশূন্য ) ( হইয়া ) সম্মং ( সম্যক্ ) ধম্মং ( ধর্ম ) বিয়াণিত্তা ( জানিয়া ) বরে ( বর= ( =শ্রেষ্ঠ ) কামগুণে বিষয়ভোগ ) চিচ্চা ( ত্যাগ করিয়া ) অহক্খায়ং ( যথাখ্যাত = অর্থদাদির দ্বারা যেরূপ আখ্যাত হইয়াছে তদ্রূপ ) ঘোরং ( ঘোর = যাহা দুঃখে আচরণ করা যায় এরূপ ) ঘোরপরমা ( ঘোরপরাক্রম= উগ্রশক্তিসম্পন্ন ) তবং ( তপ=তপস্যা ) পগি ( স্বীকার করিয়া ) ( রাজা ও রাণী উভয়ে শ্রমণ দীক্ষা গ্রহণ করিল ) ॥৪৯॥৫০ | বিপুল রাজ্য ও দুস্ত্যাজ্য বিষয়সুখ ত্যাগ করিয়া বিষয়াভিলাষরহিত, নিরাসক্ত, নিঃস্নেহ, এবং সর্বপ্রকার সম্পত্তিশূন্য হইয়া রাজা ও রাণী উভয়ে সম্যগ্ররূপে ধর্ম অবগত হইয়া ও শ্রেষ্ঠ বিষয়ভোগ পরিত্যাগ করিয়া অর্থদাদির দ্বারা আখ্যাত উগ্রশক্তিসম্পন্ন ঘোর তপস্যা অবলম্বনপূর্বক শ্রমণ দীক্ষা গ্ৰহণ করিল ॥৪৯||৫০ || এবং তে কমসো বুদ্ধা, সব্বে ধম্মপরায়ণা । জন্মমচ্চ ভউব্বিগ্‌গা, দুখসংতগবেসিণো ॥৫১ || ১। ‘বিপুলং’ টীকা ৩ ২। “দুজ্জএ' টাকা ২ ৷ ৩। ‘নিপরিগ্গহা’ টীকা ২ । ৪। “সম্যক্ প্রকারেণ” টীকা ১। “সম্যক” টাকা ২ ও ৩। ৫। ‘চরে’ টাকা ৩ ।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy