________________
ইষুকারীয়
এবং ( এইরূপে ) তে সব্বে ( তাহারা সকলে = পুরোহিত, তাহার স্ত্রী, দুই পুত্র এবং রাজা ও রাণী এই ছয়জন ) ধম্মপরায়ণা ( ধর্মপরায়ণ ) জম্মম্মচ্চ ভউব্বিগ্গা ( জন্মমৃত্যুভয়োদ্বিগ্না ) দুখসংতগবেসিণো ( দুঃখস্যান্তগবেষী= দুঃখের অস্ত গবেষণাকারী, মোক্ষাভিলাষী ) ( হইয়া ) কমসো (ক্রমশ ) বুদ্ধা ( প্রতিবোধ প্ৰাপ্ত হইল ) ॥৫১৷
এইরূপে পুরোহিত আদি ছয় ব্যক্তি ধর্মপরায়ণ, জন্মমরণের ভয়ে ভীত ও দুঃখের অন্ত করতঃ মোক্ষপ্রাপ্তির জন্য অভিলাষযুক্ত হইয়া তাহারা সকলে ক্রমে ক্রমে প্রতিরোধ প্রাপ্ত হইল ॥৫১॥
সাসণে' বিগয়মোহাণং, পুব্বিং ভাবণভাবিয়া । অচিরেণেব কালেণং, দুসংতমুবাগয়া ॥৫২॥
২৪১
পুৰ্ব্বিং (পূর্বে=পূর্বজন্মে ) বিগয়মোহাণং ( বিগতমোহগণের=বীতরাগগণের, অর্হগণের ) সাসণে ( শাসনে = অনুশাসনে ) ভাবণভাবিয়া (দ্বাদশবিধ ভাবনার দ্বারা রঞ্জিতাত্মা হইয়াছিল বলিয়া ) ( তাহারা ) অচিরেণেব কালেণং ( অচির কালেই = স্বল্পকালেই ) দুসংতমুবাগয়া ( দুঃখস্যান্তমুপাগতা=দুঃখের অন্ত প্রাপ্ত হইল, মোক্ষ প্রাপ্ত হইল ) ॥৫২॥
পূর্বজন্মে বীতরাগগণের অনুশাসনে তাহাদিগের আত্মা দ্বাদশ প্রকার ভাবনার দ্বারা রঞ্জিত হইয়াছিল বলিয়া অল্পকালেই তাহারা দুঃখের অন্ত অর্থাৎ মোক্ষ প্ৰাপ্ত হইল ॥৫২|
রায়া সহ দেবীএ, মাহণো য় পুরোহিও ।
মাহণী দারগা চেব, সব্বে তে পরিণিব্বড়াত ॥৫৩৷ ত্তি বেমি ॥
দেবীএ সহ ( দেবীর সহিত=রাজ্ঞী কমলাবতীর সহিত ) রায়া ( রাজা ইষুকার ) য় ( ও ) পুরোহিও মাহণো (পুরোহিত ব্রাহ্মণ ভৃগু ) মাহণী ( ব্রাহ্মণী যশা )
১। ‘সামণি' টাকা ৩। “শাসনে তীর্থে” টীকা ১। “শাসনে দর্শনে” টীকা ২ ও ৩। শাসন শব্দের দ্বারা তীর্থঙ্করগণের সাধুসঙ্ঘে বা শ্রাবকসঙ্ঘে অবস্থিতি করা বা তাঁহাদের প্রচারিত ধর্মানুবর্তী হইয়া থাকা বুঝায় । তাঁহাদের অনুশাসনে বা অনুজ্ঞায় থাকা । “দ্বাদশাঙ্গী, আগম, সিদ্ধান্ত শাস্ত্র”—পা. স. ম ৷
২। “ভাবনয়া সম্যকক্রিয়াভ্যাসরূপয়া দ্বাদশ বিধমনঃ পরিণতিরূপয়া ভাবিতা রঞ্জিতাত্মানঃ” টাকা ১ । দ্বাদশপ্রকার ভাবনার বিবরণের জন্য ৯।১৬ সূত্রের ৩ নং পাদটীকা দ্রষ্টব্য ।
৩। ‘পরিনিব্বড়ি' টাকা ৩।
১৬