________________
ইযুকারীয়
দ্বিতীয় অর্থ সামিষং ( আমিষ খাইতে লােভী) কুললং ( গৃধ্র পক্ষীকে) বঙ্খমানং (পীড়া প্রাপ্ত হইতেছে ) দিস ( দেখিয়া ) ণিরামিষং ( নিরামিষাহারী বা নির্লোভ)। ( পক্ষীকে ) পীড়া প্রাপ্ত হইতে না দেখিয়া আমরা) সব্বং (সমস্ত ) ইত্যাদি পূর্ববৎ ॥৪৬||
| মাংসাহারী লােভী গৃধ্রু পক্ষী মাংসের লােভে জালে বদ্ধ হইয়া পীড়া প্রাপ্ত হইতেছে ও নির্লোভ পক্ষী জালে বদ্ধ না হওয়াতে পীড়া প্রাপ্ত হইতেছে না, দেখিয়া ইত্যাদি পূর্ববৎ ॥৪৬।
গিদ্ধোবমে য় ণচ্চাণং, কামে সংসার বড়ঢ়ণে।
উরগাে সুবগ্নপাসিব্ব, সংকমাণে তণুং চরে ॥৪৭|| গিদ্ধোবমে (গৃধ্রের উপমা) ণচ্চাণং (জ্ঞাত হইয়া) কামে (বিষয়সুখকে) সংসার বড়ঢ়ণে (সংসার বর্ধনকারী =সংসার বৃদ্ধির হেতু) (জ্ঞাত হইয়া ) সুবগ্নপাসিব্ব উরগাে (সুপর্ণ পার্শ্বে উরগের ন্যায় =গরুড়সমীপে সর্পের ন্যায় ) সংকমাগাে (শঙ্কাযুক্ত হইয়া) তনুং ( ধীরে ধীরে ) চরে ( বিচরণ করে ) (তদ্রুপ আমরাও বিষয়সুখকে ভয় করিতে থাকিয়া তাহার নিকট হইতে ক্রমশঃ সরিয়া যাইব) ॥৪ ৭।
উপবােক্ত গৃধ্রের উপমা জ্ঞাত হইয়া ও বিষয়সুখকে সংসার বৃদ্ধির হেতু মনে করিয়া সর্প যেমন গরুড়ের নিকট হইতে ভয়ে ভয়ে অল্প অল্প করিয়া সরিয়া যায় তদ্রুপ আমরাও বিষয়সুখ হইতে ক্রমশঃ সরিয়া যাইব ॥৪৭
ণাগুঝ বংধণং ছিত্তা, অল্পণে বসহিং এ।
এয়ং পথং মহারায়, উম্নয়ারি ত্তি মে সুয়ং ॥৪৮|| ণাগুব্ব ( নাগ যেমন =হস্তী যেমন ) বংধণং (বন্ধন) ছিত্তা (ছিন্ন করিয়া ) অল্পণে (নিজের) বসহিং (বসতিতে=নিবাসস্থানে) বএ (চলিয়া যায়) ( তদ্রুপ তুমিও আসক্তিরূপ বন্ধন ছিন্ন করিয়া মুক্তিরূপ স্বস্থানে গমন কর ) উম্নয়ারি মহারায় (হে ইমুকারি মহারাজা) এয়ং (এই) পথং (পথ্য = হিতকারী) (বাক্য) মে ( আমার কর্তৃক ) সুয়ং (শ্রুত হইয়াছে ) ॥৪৮||
১। নাগােব্ব’ টীকা ১ ও ৪। ২। “ইতি এখং মহারায়ং’ টীকা ৩।‘এয়ং পচ্ছং মহারায়ং টীকা ৪।