________________
২৩৮
উত্তরাধ্যয়ন সূত্র।
ইমে য় বদ্ধা ফংদংতি, মম হজ্জমাগয়া।।
বয়ং চ সত্তা কামে, ভবিমাে জহা ইবে ॥৪৫। অজ্জ (হে আর্য ) ইমে (এই সমস্ত বিষয়সুখ) মম (আমার = আমাদের ) হজ্জমাগয়া (হস্তগত) য় (ও) বদ্ধা (বদ্ধ =সুরক্ষিত) (হইয়াও) ফংদংতি (সত্বর চলিয়া যায় ) চ (কিন্তু) বয়ং (আমরা) কামেসু ( বিষয়ভােগে ) সত্তা (সক্ত= আসক্ত) (হইয়াছি) (অতএব ) ইমে (ইহারা =পুরােহিতাদি) জহা (যেরূপ) (হইয়াছে তদ্রুপ) ভবিমাে ( হইব ) ॥৪৫। | হে আর্য, এই সমস্ত বিষয়সুখ আমাদের হস্তগত ও সুরক্ষিত হইয়াও সত্বর চলিয়া যায় কিন্তু সেই অস্থির বিষয়সুখে আমরা আসক্ত হইয়াছি অতএব এই পুরােহিত ও তাহার স্ত্রীপুত্রাদির ন্যায় আমরাও হইব অর্থাৎ সংসার ত্যাগ করিয়া শ্ৰমণধর্ম গ্রহণ করিব ॥৪৫||
সামিসং কুললং দি, বঙ্খমাণং ণিরামিসং। আমিসং৩ সব্বমুঙ্খিত্তা, বিহরিমাে ণিরামিসা ॥৪৬||
সামিসং (সামিষ = আমিষের সহিত, মাংসযুক্ত) কুললং (গৃ পক্ষীকে ) বজ্রমাণং (বধ্যমান=পীড়াপ্রাপ্ত হইতেছে) দিস ( দেখিয়া ) ণিরামিং (নিরামিষ =মাংসশূন্য ) (পক্ষীকে পীড়াপ্রাপ্ত হইতে না দেখিয়া ) (আমরা) সব্বং ( সমস্ত ) আমিং (আমিষ=আসক্তির হেতু, ধনধান্যাদি) উজ্জ্বিত্তা ( ত্যাগ করিয়া) ণিরামিসা ( নিরামিষ =নিরাসক্ত ) ( হইয়া) বিহরিসমাে। ( বিচরণ করিবে ) ॥৪৬।
আমিষাহারী মাংসসহিত গৃধ পক্ষী বা অন্য পক্ষী কর্তৃক মাংস ছিনাইয়া লইবার জন্য পীড়াপ্রাপ্ত হইতেছে ও যাহার নিকট মাংস নাই এইরূপ পক্ষী অন্য পক্ষী দ্বারা পীড়াপ্রাপ্ত হইতেছে না দেখিয়া আমরা সমস্ত আসক্তির হেতু ধনধান্যাদি ত্যাগ করিয়া নিরাসক্ত হইয়া বিচরণ করিব ॥৪৬||
১। “অস্থিরধর্মতয়া গত্বর দৃশ্যন্তে সুরক্ষিতাপি যতীত্যৰ্থঃ” টীকা ১। ২। “দিসসা’ টীকা ৩। ৩। “আমিষমভিষঙ্গহেতুং ধনধান্যাদি সবং টীকা ২। ৪। “নিরামিষা ত্যক্তাভিষঙ্গহেতু” টীকা ২।