________________
ইযুকারীয়
২৩৭ অনাসক্ত এবং সঞ্চয় ও হিংসাত্মক কার্য হইতে নিবৃত্ত হইয়া শ্ৰমণ ধর্ম আচরণ করিব ॥৪১||
দধ্বগগিণা জহা রঙে, ডঙ্খমাণে জংতু। অগ্নে সত্তা পমােয়ংতি, রাগদ্দোসবসং গয়া ॥৪২। এবমেব বয়ং মূঢ়া, কামভােগে মুড্ডিয়া।
ভঙ্মাণং ন বুজ্জামাে, রাগদ্দোসগৃগিণা জগৎ ॥৪৩ জহা (যেমন) রত্নে ( অরণ্যে) দব্বগগিণা (দাবাগ্নির দ্বারা) জংতুসু (জন্তুগণ) ডহ্মমাণে ( দগ্ধ হইতেছে ) ( দেখিয়া ) রাগদ্দোসবসং গয়া ( রাগদ্বেষবশংগত=রাগদ্বেষের বশীভূত) অগ্নে (অন্য ) সত্তা (সত্ত্ব =প্রাণিগণ ) পমােয়ংতি (হৃষ্ট হয়) এবমেব (সেইরূপ) মূঢ়া (মূঢ় =অবিবেকী) বয়ং (আমরা) কামভােগে (কামভােগে) মুচ্ছিয়া (মূৰ্ছিত হইয়া) রাগদ্দোসগগিণা ( রাগদ্বেষ রূপ অগ্নির দ্বারা) জগং (জগৎ) ডজ্জমাণং (দগ্ধ হইতেছে ) (দেখিয়াও) ন বুজ্জামাে (জানি না) ॥৪৩||
যেমন অরণ্যে দাবানলের দ্বারা জন্তুগণ দগ্ধ হইতেছে দেখিয়া রাগদ্বেষের বশীভূত অন্য প্রাণিগণ প্রমমাদিত হয় তদ্রুপ কামড়ােগে মূৰ্ছিত হইয়া মূঢ়াত্মা আমরা সমস্ত জগৎ রাগদ্বেষ রূপ অগ্নির দ্বারা দগ্ধ হইতেছে দেখিয়াও দেখিতেছি না ॥৪২|৪৩ |
ভােগে ভুচ্চা বমিত্তা য়, লহুভূয়বিহারিণণা।
আমােয়মাণ গচ্ছতি, দিয়া কামকমা ইব ॥৪ ৪। ভােগে ( ভােগ=বিষয়সুখ ) ভুচ্চা (ভােগ করিয়া) য় (পরে) বমিত্তা (বমন করিয়া ত্যাগ করিয়া) লহুভূয়বিহারিণা (লঘুভূতবিহারী= বিষয়ের আসক্তি পরিত্যাগ করিয়া বায়ুর ন্যায় লঘু হইয়া যে বিচরণ করে, অপ্রতিবদ্ধবিহারী) আমােয়মাণা ( সন্তুষ্ট হইয়া) কামকমা (কামক্রমা=স্বচ্ছন্দবিহারী ) দিয়া ( দ্বিজগণ – পক্ষিগণ ) ইব (ন্যায় ) গচ্ছতি ( বিচরণ করে ) ॥৪৪)।
বিষয়সুখ ভােগ করিয়া ও পরে তাহা ত্যাগ করিয়া অপ্রতিবদ্ধবিহারী ও সন্তুষ্টচিত্ত হইয়া স্বেচ্ছাচারী পক্ষিগণের ন্যায় বিচরণ করে (সেই ধন্য ) ॥৪ ৪।
১। কামৰুমা” টীকা ১।