________________
২৩৬
উত্তরাধ্যয়ন সূত্র
মরিহিসি রায়ং জয়া তয়া বা, মণোরমে কামগুণে পহায় । এক্কো' হু ধম্মো ণরদেব তাণং, ন বিজ্জঈ অগ্নমিহেহ কিংচি |৪||
রায়ং ( হে রাজন্ ) মণোরমে ( মনোরম ) কামগুণে ( বিষয়ভোগ ) পহায় ( পরিত্যাগ করিয়া) জয়া তয়া বা ( যদা তদা বা=যে কোন সময়ে ) মরিহিসি ( মরিবে = মরণ প্রাপ্ত হইবে ) নরদেব ( হে নরদেব ) এক্কো ( একমাত্র ) ধম্মো হু ( ধৰ্মই ) তাণং ( ত্রাণ=ত্রাণকর্তা ) ইহ ( এই সংসারে ) ইহ ( এই মৃত্যু হইতে ) অগ্নং কিংচি ( অন্য কিছুই ) ( ত্রাণকর্তা ) ন বিজ্জঈ ( ন বিদ্যতে=নাই ) ॥৪॥
হে রাজন, মনোহর বিষয়ভোগ পরিত্যাগ করিয়া যে কোন সময়ে মরণ প্রাপ্ত হইবে। হে নরদেব, একমাত্র ধর্মই ত্রাণ করিতে সমর্থ, এই সংসারে অন্য কিছুই এই মৃত্যু হইতে রক্ষা করিতে সমৰ্থ হয় না ॥৪০ |
নাহং রমে পখিণি পংজরে বা, সংতাণছিন্না চরিসামিত মোণং ৷ অকিংচণা উজ্জকড়া নিরামিসা', পরিহারং ভণিয়ত্তদোসা ॥৪১৷৷
পংজরে ( পিঞ্জরে ) পখিণি বা ( পক্ষিণীর ন্যায় ) অহং (আমি) ( এ সংসারে ) ন রমে ( তৃপ্তি পাইতেছি না) সংতাণছিন্না (ছিন্ন সংতানা = বিনাশিত স্নেহসন্ততি, স্নেহসমূহ বিনষ্ট হইয়াছে') অকিংচণা ( অকিঞ্চন = নিঃস্ব ) উজ্জকড়া ( ঋজুকতা=মায়া কাপট্যাদি রহিত, মরণভাবাপন্ন ) নিরামিসা ( নিরামিষ = আমিষ অর্থাৎ বিষয়াদিতে লোলুপতা তাহা হইতে রহিত) পরিগ্গহার - ভণিয়ত্তদোসা ( পরিগ্রহারম্ভদোষনিবৃত্তা= পরিগ্রহ ও আরম্ভরূপ দোষ হইতে নিবৃত্ত, সঞ্চয় ও হিংসাত্মক কার্য হইতে নিবৃত্ত ) ( হইয়া ) মোণং (শ্রমণ ধর্ম ) চরিসামি ( আচরণ করিব=গ্রহণ করিব ) | ৪১ ||
পক্ষিণী যেমন পিংজরে আবদ্ধ হইয়া সুখপ্রাপ্ত হয় না আমিও তদ্রূপ এ সংসারে সুখপ্রাপ্ত হইতেছি না। আমি বিগতস্নেহ, নিঃস্ব, সরলভাবাপন্ন,
১। ‘ইক্কো’ টীকা ৩
২। “বিনাশিতস্নেহসন্ততিঃ সতী” টীকা ২'।
৩। 'চরিস্সামি' টীকা ১ ও ২ ।
৪। “নিষ্ক্রান্তা আমিষাদ্ গৃদ্ধিহেতোরভিলষিতবিষয়াদেঃ নির্গতং বা আমিষমস্যা ইতি নিরামিষা” টাকা ।