________________
ইযুকারীয়
২২৯
অথবা পিতা একপক্ষ ও দুইপুত্র অন্যপক্ষ ধরিয়া দুই বলা হইয়াছে।) সম্মত্তসংজুয়া (সম্যক্তসংযুক্ত= দেশবিরতিরূপ গৃহস্থধর্ম অঙ্গীকার করিয়া) এগও (একত্রে) সংবসিত্তাণং (বাস করিয়া) পচ্ছা (পরে =বৃদ্ধাবস্থায় ) কুলে কুলে (গৃহে গৃহে) ভিক্খমাণ ( ভিক্ষা করিতে করিতে) গমিমাে (গমন করিয়া = দীক্ষাগ্রহণ করিয়া চলিয়া যাইব) ॥২৬|| | পুরােহিত বলিল, হে পুত্র, আমরা সকলে গৃহস্থধর্ম অঙ্গীকারপূর্বক গৃহে একত্রে বাস করিবার পর বৃদ্ধাবস্থায় দীক্ষাগ্রহণ করিয়া গৃহে গৃহে ভিক্ষা করিব ॥২৬
জসখি মচ্চণা সখং, জক্স চখি পলায়ণং।।
জো জাণই ন মরিামি, সাে হু কংখে সুএ সিয়া ॥২৭ ( কুমারগণ বলিল) জ ( যাহার) মচ্চণা (মৃত্যুর সহিত) সখং ( সখ্য = মিত্ৰতা) অখি ( আছে) চ (এবং) জসস (যাহার ) পলায়ণং অখি ( পলায়ন আছে=যে মৃত্যুর নিকট হইতে পলায়ন করিতে সমর্থ ) জো (যে ) জাণই (জানে) ( যে আমি ) ন মরিসামি (মরিব না) হু ( নিশ্চয় ) সাে ( সেই) সুএ ( আগামীকল্য) সিয়া (হইবে ) (এরূপ ) কংখে ( আকাঙ্ক্ষা। করে ) ২৭।
কুমারগণ বলিল, হে পিতা, যাহার মৃত্যুর সহিত মিত্ৰতা আছে, যে মৃত্যুর নিকট হইতে দূরে পলায়ন করিতে সমর্থ, যে জানে যে আমি মরিব না সেই আগামী কল্য হইবে এরূপ আকাঙ্ক্ষা করিতে পারে অর্থাৎ আগামী কল্যের জন্য অপেক্ষা করিতে পারে ২৭
অজ্জেব ধম্মং পড়িবজ্জয়ামাে, জহিং পবা ন পুণওবামাে। অণাগয়ং নেব য় অখি কিংচী, সদ্ধাখমং নাে বিণইত্ত, রাগং ২৮
১। বখি’ টীকা ১ ও ৩।
২। “অনাগতম্ অপ্রাপ্তং নৈব চাস্তি কিঞ্চিদিতি মনােরমমপি বিষয়সৌখ্যাদি অনাদৌ সংসারে সর্বস্ত প্রাপ্তপূৰত্বত্ততে। ন তদর্থমপি গৃহাবস্থানং যুক্তমিতি ভাবঃ” টীকা ৩।
৩। “শ্রদ্ধাক্ষমং শ্রদ্ধয়া তত্ত্বচ্যা ক্ষমে যােগ্যস্তং যতােহি সাধুধর্মে স্নেহঃ সর্বধা নিবাৰ্য্য তত্ত্বরুচিশ্চ কাৰ্য্যা, তয়াহীননা সাধুধর্ম নিষ্ফলঃ” টীকা ১।
“শ্রদ্ধা অভিলাষঃ ক্ষমংযুক্তমিহলোকপরলােকয়ােশ্রেয়ঃপ্রাপ্তিনিমিত্তমনুষ্ঠানং কৰ্ত্ত মিতি শেষঃ” টীকা ৩।