________________
ইষুকারীয়
অভাহয়ংমি লোগংমি, সব্বও পারিবারিএ ।
অমোহাহিং পড়ংতীহিং, গিহংসি ন রইং লভে ॥২১||
অমোহাহি ( অমোঘ ) ( শস্ত্রধারার ) পড়ংতীহিং ( পতনের দ্বারা ) অভাহয়ংমি ( অভ্যাহত = আঘাতপ্রাপ্ত ) ( এবং ) সব্বও ( চতুর্দিকে ) পরিবারিএ ( পরিবেষ্টিত ) লোগংমি ( লোকের মধ্যে = সংসারের মধ্যে ) গিহংসি ( গৃহে ) রইং ( রতি=সুখ ) ন লভে ( পাইতেছি না ) ॥২১॥
অমোঘ শস্ত্রধারা পতনের দ্বারা আঘাতপ্রাপ্ত এবং চতুর্দিকে পরিবেষ্টিত সংসারের মধ্যে থাকিয়া গৃহে সুখ পাইতেছি না । ( পরবর্তী সূত্রগুলিতে এই সুত্রের অর্থ স্পষ্ট হইয়া যাইবে ) ॥২১৷৷
কেণ অন্তাহও লোও, কেণ বা পরিবারিও ।
কা বা অমোহা বুত্তা, জায়৷ চিংতাবরো হুমি ॥২২৷
22१
(পুরোহিত বলিল ) জায়া ( হে পুত্রগণ ) লোও (লোক=সংসার) কেণ ( কাহার দ্বারা অত্তাহও ( আঘাতপ্রাপ্ত= আহত ) বা ( অথবা ) কেণ ( কাহার দ্বারা ) পরিবারিও ( পরিবেষ্টিত ) বা ( বা ) কা ( কি ) অমোহা ( অমোঘ শস্ত্ৰ ) বুত্তা ( উক্ত হয়= কথিত হয় ) ( আমি ) চিংতাবরো ( চিন্তাপর=চিন্তিত ) হুমি ( হইয়াছি ) ॥২২ ||
পুরোহিত বলিল, হে পুত্রগণ, এই সংসার কাহার দ্বারা আঘাত প্রাপ্ত হইতেছে, কাহার দ্বারা পরিবেষ্টিত হইতেছে আবার অমোঘ শস্ত্রধারাই বা কি? আমি জানিবার জন্য চিন্তিত হইয়াছি ॥২২||
মচ্চণাত্তাহও লোও, জরাএ পরিবারিও। অমোহা রয়ণী বুত্তা, এবং তায় বিয়াণহ ॥২৩||
( কুমারগণ উত্তর করিল ) তায় ( হে তাত ) লোও ( সংসার ) মচ্চণা ( মৃত্যুর দ্বারা ) অন্তাহও ( আঘাতপ্রাপ্ত=পীড়িত ) জরাএ ( জরার দ্বারা) পরিবারিও ( পরিবেষ্টিত ) রয়ণী ( রজনী = দিবসরজনী ) অমোহা ( অমোঘ শস্ত্রধারা ) ( বলিয়া ) বুত্তা ( কথিত ) এবং ( এইরূপ ) বিয়াণহ ( জানিবে ) ॥২৩৷৷
কুমারগণ উত্তর করিল, সংসার মৃত্যুর দ্বারা পীড়িত ও জরার দ্বারা পরিবেষ্টিত। দিবসরজনী অমোঘ শস্ত্রধারা বলিয়া কথিত। হে তাত, ইহাকে এইরূপ বলিয়া জানিবে ( ব্যাধ যেমন মৃগগণকে জালের দ্বারা পরিবেষ্টিত