SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 238
Loading...
Download File
Download File
Page Text
________________ ইযুকারীয় সোঅগিণা আয়গুণিংধণেণং, মোহাণিলা পজ্জলণাহিএণং । সংতত্তভাবং পরিতপ্রমাণং', লালপ্রমাণং বহুহা বহুং চ || ১০|| ২২১ পুরোহিয়ং কমসোণুণংতং, ণিমংতয়ংতং চ সুত্র ধণেণং । জহক্কমং কামগুণেহিং চেব, কুমারগা তে পসমিক্‌খ বক্কং ॥১১ ৷৷ আয়গুণিংধণেণং ( আত্মগুণেন্ধন = রাগদ্বেষাদি আত্মগুণ যাহাতে ইন্ধনবং হইয়াছে ) মোহণিলাপজ্জলণাহিএণং ( মোহানিলপ্রজ্বলনাধিক = মোহরূপ বায়ুরদ্বারা অধিকাধিক প্রজ্বলন হইয়াছে যাহাতে ) ( এরূপ ) সোঅগিণা ( শোকাগ্নির দ্বারা ) সংতত্তভাবং (সন্তপ্তভাব প্রাপ্ত হইয়া =প্রজ্বলিতচিত্ত হইয়া, অত্যন্ত ক্লিষ্ট হইয়া) পরিতপ্রমাণং ( পরিতপ্যমান=শোকের দ্বারা শরীরে দাহ উৎপন্ন হওয়ায়, পরিতাপ করিতে থাকিয়া ) বহুহা ( বহুধা =নানা প্রকারে ) বহুং চ ( এবং বারংবার ) লাল#মাণং ( লালপ্যমান =দীন বচন উচ্চারণ করিতে থাকিয়া ) কমসোণুণংতং ( ক্রমশঃ অনুনয় করিতে থাকিয়া ) চ (এবং ) সুত্র ( পুত্রগণকে ) ধণেণং (ধনের দ্বারা) ণিমংতয়ংতং ( নিমন্ত্রণ করিতে থাকিয়া = ধনভোগ করিতে আহ্বান করিতে থাকিয়া ) জহক্কম ( যথাক্রমে ) কামগুণেহিং চেব ( কামগুণের দ্বারাও =বিষয়ভোগের জন্যও ) ( আহ্বান করিতে থাকিয়া ) ( এইরূপ ) পুরোহিয়ং ( পুরোহিতকে ) পসমিক্‌ ( প্রসমীক্ষ্য = বিশেষ ভাবে দেখিয়া, অজ্ঞানাচ্ছাদিতমতি দেখিয়া ) তে কুমারগা ( সেই কুমারগণ ) বক্কং ( বাক্য ) ( বলিল ) ॥ ১০॥১১|| রাগদ্বেষাদিরূপ ইন্ধন ও মোহরূপ বায়ুর প্রভাবে অত্যন্ত প্রজ্বলিত হইয়াছে এরূপ শোকাগ্নির দ্বারা অত্যন্ত ক্লিষ্ট হইয়া ও পরিতাপ করিতে থাকিয়া সেই পুরোহিত বারংবার নানাপ্রকার দীনবচন উচ্চারণ করিয়া ১। ‘আয়গুণেধণেণং টীকা ১। 'আত্মনো গুণা “অনাদিকালসহচরিতত্বেন রাগাদয়স্তে ইন্ধনমিবেন্ধনমুদ্দীপকতয়া য্য স তথা তেন” টীকা ২ । ২। ‘মোহানিল' টীকা ২। “মোহানিলাদজ্ঞানপবনাদধিকং প্রজ্বলনমস্তেতি মোহানিলাপ্রজ্বলন স্তেনাজ্ঞানপবনাধিকজাজ্বল্যমানেন প্রাকৃতত্বাদধিক শব্দস্য পরনিপাতঃ” টীকা ১ । “সন্তপ্তভাবং শোকবহ্নিনা প্রজ্বলিতচিত্তং” টাকা ১ । ৩। ৪। “পরিতপ্যমানং দহ্যমানং শোকাচ্ছরীরে দাহ্যাপ্যুৎপত্তেঃ” টীকা ২ । ৫। ‘লোলুপ্রমাণং’ টীকা ৩। ৬। “প্রসমীক্ষ্য প্রকর্ষেণাজ্ঞানাচ্ছাদিতমতিমালোচ্য” টাকা ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy