________________
২২২
উত্তরাধ্যয়ন সূত্র
পুত্রদ্বয়কে ক্রমশঃ অনুনয় করিতে লাগিল এবং যথাক্রমে ধন ও বিষয়সুখ ভােগের জন্য আহ্বান করিতে লাগিল। পিতাকে এরূপ অজ্ঞানাচ্ছাদিতমতি হইতে দেখিয়া সেই কুমারগণ বলিল ॥১০ ১১।
বেয়া অহীয়া ন হবংতি তাণং, ভুত্তা দিয়া ণিংতি তমং তমেণং।
জায়া য় পুত্তা ন হবংতি তাণং, কোণাম তে অণুমন্নিজ্জ এয়ং ॥১২। (কুমারগণ বলিল ) বেয়া (বেদসমূহ) অহীয়া (অধীত) (হইলে) তাণং (ত্রাণ রক্ষাকর্তা) ন হবংতি (হয় না) দিয়া (দ্বিজগণ ) ভুত্তা (ভুক্ত হইলে ) তমঃ তমেণং (তমস্তমতে অন্ধকার হইতে অন্ধকারে, ঘাের নরকে) ণিংতি ( লইয়া যায়) য় (এবং) পুৱা (পুত্রগণ ) জায়া (জাত = উৎপন্ন হইলে ) তাণং (ত্রাণকর্তা) ন হবংতি (হয় না) কো পাম (কে) তে (তােমার) এয়ং (এই =এই বাক্য) অণুমন্নিজ্জ ( অনুমােদন করিবে ) ॥১২।
পুত্রগণ বলিল, হে পিতা বেদ অধ্যয়ন করিলে সংসার হইতে রক্ষা পাওয়া যায় না, ব্রাহ্মণকে ভােজন করাইলে ঘাের নরকে যায়, পুত্র উৎপন্ন হইলে ও ত্রাণ পাওয়া যায় না। তােমার এই বাক্য কে স্বীকার করিবে ? |১২||
খণমিত্তসােখা বহুকালদুক্খা, পগামদুখা অণিকামসােখা।
সংসারসুখ বিপক্খভূয়া, খাণী অণখাণ উ কামভােগা ॥১৩ কামভােগ (বিষয়ভােগ ) খণমিত্তসােথা (ক্ষণমাত্র সৌখ্য সম্পন্ন =অল্পক্ষণস্থায়ী সুখসম্পন্ন ) বহুকাল (বহুকালব্যাপী দুঃখযুক্ত ) পগামদুখা ( প্রকামদুঃখযুক্ত=অত্যন্ত দুঃখদায়ক) অণিকামসােখা (অনিকাম সৌখ্য সম্পন্ন = অপ্রকৃষ্ট সুখসম্পন্ন, তুচ্ছসুখদায়ক) সংসারমুকস (সংসারমােক্ষের = ? সংসার হইতে মুক্তি পাইবার) বিপথভূয়া ( বিপক্ষভূত = প্রতিকূল) উ (এবং) অণণ ( অনর্থের = ঐহিক ও পারলৌকিক দুঃখের ) খাণী (খনি= আকর) ॥১৩.
হে পিতা, বিষয়ভােগ অল্পক্ষণস্থায়ী সুখসম্পন্ন কিন্তু বহুকালব্যাপী দুঃখযুক্ত অর্থাৎ পরিণামে বহুকালব্যাপী নরকাদির দুঃখযুক্ত, অত্যন্ত দুঃখদায়ক কিন্তু তুচ্ছ সুখসম্পন্ন, সংসার হইতে বিমুক্তি পাইবার পক্ষে প্রতিকূল ও অনর্থের আকর ॥১৩
১। খণমিত্তসুকখা’ টীকা ১ ও ৩। ২। “অণিগামসু’ টীকা ৩।