SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 237
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সূত্র অহ ( তৎপরে ) তায়ও ( তাতক=তাত, পিতা ) তখ ( সেইস্থলে ) মুনীণ ( মুনিগণকে=মুনিধর্মে দীক্ষিত হইবার ইচ্ছাসম্পন্ন কুমারগণকে ) তেসিং (তাহাদিগের ) তবস্স্স ( তপস্যার ) বাঘায়করং ( ব্যাঘাতকর=বাধাজনক ) (বচন) বয়াসী ( বলিল ) ( যে ) বেয়বিও ( বেদবিৎপণ্ডিতগণ ) ইমং ( এইরূপ ) বয়ং ( বচন ) বয়ংতি ( বলেন ) জহা ( যথা ) অসুঅণ ( অস্থতকগণের=অপুত্রকগণের ) লোগো ( লোক = পরলোক, গতি ) ন হোঈ ( হয় না ) ॥৮॥ তৎপরে সেই কুমারগণের পিতা মুনি ধর্মাভিলাষী পুত্রগণকে তাহাদিগের তপস্যার ব্যাঘাতকর বচন বলিল। ‘বেদবেত্তা পণ্ডিতগণ এইরূপ বলেন যে অপুত্রকের গতি নাই' ॥৮॥ 22. অহিজ্জ বেএ পরিবিস বিপ্পে, পুত্তে পরিগ্গ' গিহংসি জায়৷৷ ভুচ্চা ণ ভোএ` সহ ইখিয়াহিং, আরম্নগা° হোহ মুণী পসখা ॥৯॥ জায়া ( হে জাত= হে পুত্রগণ ) বেএ ( বেদসমূহ) অহিজ্জ ( পাঠ করিয়া ) বিপ্পে ( বিপ্রগণকে ) পরিবিস্স ( পরিবেষ্য= ভোজন করাইয়া ) গিহংসি (গৃহে ) পুত্তে ( পুত্রগণকে ) পরিপ্প ( স্বামিত্বে স্থাপন করিয়া = ভারার্পণ করিয়া) ইখিয়াহিং সহ (স্ত্রীগণের সহিত ) ভোএ ( ভোগ সমূহ = বিষয়সুখ ) ভুচ্চা ণ ( ভোগ করিয়া ( পরে আরগ্নগা ( আরণ্যক = অরণ্যবাসী, বানপ্রস্থাবলম্বী ) ( হইয়া ) ( তৎপরে ) পসখা (প্রশন্ত = শ্রেষ্ঠ ) মুণী ( মুনি = যতি ) হোহ ( হইও ) || হে পুত্রগণ, বেদ অধ্যয়ন করিয়া, বিপ্রগণকে ভোজন করাইয়া, গৃহের ভার পুত্রগণকে অর্পণ করিয়া, স্ত্রীগণের সহিত বিষয়সুখ ভোগ করিয়া পরে বানপ্রস্থাবলম্বী হইয়া তৎপরে শ্রেষ্ঠ মুনি হইও ॥৯॥ ১। 'পরিঠা' টীকা ১ ও ২ । ২। ‘ভোগে' টীকা ১ ও ২ ৷ ৩। ‘আরম্নয়া' টীকা ১। 'আরন্নয়া' টীকা ২।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy