________________
ইযুকারীয়
২১৯ তে (পুরােহিতের সেই দুই কুমার) মাসুং ( মনুষ্য সম্বন্ধীয় ) যাবি ( অপি =আবার) জে (যে ) দিব্বা (দিব্য =দেব সম্বন্ধীয়) কামভােগে ( বিষয় ভােগে) অসজ্জমাণা ( আসক্ত না হইয়া) মুখাভিকংখী ( মােক্ষাভিকাঙ্ক্ষী = মােক্ষাভিলাষী) অভিজায়সদ্ধা ( অভিজাতশ্রদ্ধা =শ্রদ্ধাসম্পন্ন ) (হইয়া) তাতং (পিতার নিকট ) উবাগম (উপগম্য =উপস্থিত হইয়া) ইমং ( এইরূপ ) উদাহু (বলিল ) |৬||
পুরােহিতের সেই দুই কুমার মনুষ ও দেব সম্পর্কীয় বিষয়ভােগে অনাসক্ত এবং মােক্ষাভিলাষী ও শ্রদ্ধাসম্পন্ন হইয়া পিতার নিকট যাইয়া এইরূপ বলিল ৷৬৷৷
অসাসয়ং দট ইমং বিহারং, বহুঅংতরায়ং ন য় দীহমাউং।
তহা গিহংসি ন রইং লভামাে, আমংতয়ামাে চরিমু মােণং ৪ ॥৭॥ ইমং (এই) বিহারং (মনুষ্যজন্ম ) অসাসয়ং (অশাশ্বত ) বহুঅংতরায় (বহু অন্তরায়যুক্ত = বহু রােগাদি বিসমেত) য় (এবং) ন দীহমাউং ( আয়ুও দীর্ঘ নয় ) দই (দেখিয়া) গিহংসি (গৃহে) রইং ( রতি= সুখ ) ন লভামম (প্রাপ্ত হইতেছি না) তহা (তজ্জন্য ) মোণং (মৌন=মুনির ব্রত, সংযম ) চরিমু (আচরণ করিব ) আমংতয়ামাে ( আদেশ লইতেছি =বিদায় লইতেছি ) |৭||
এই মনুষ্যজন্ম অশাশ্বত, রােগাদি বহু বিসমেত এবং আয়ুও দীর্ঘ নয়। ইহা দেখিয়া গৃহে সুখ পাইতেছি না। তজ্জন্য মুনিব্রত আচরণ করিব। আপনার আদেশ লইতেছি ।৭।
অহ তায়ও তখ মুনীণ তেসিং, তব বাঘায়করং বয়াসী। ইমং বয়ং বেয়বিও বয়ংতি, জহা ন হােঈ অসুআণ লােগাে ॥৮||
১। “বিহারং মনুষ্যত্বে নাবস্থানং” টীকা ২ ও ৩। ২। “গিহিংসিং টীকা ১। “গিহংসিং টীকা ৩। ৩। চরিসমু’ টীকা ৩। ৪। “মেনিং মুনিভাবং সংযমমিতি” টীকা ৩। ৫। “তায়গাে’ টীকা ১ ও ২। ৬। “বেয়বিডড টীকা ২। বেদবিদে।” টীকা ১। ৭। হােহী’ টীকা ২।