________________
২১৪
উত্তরাধ্যয়ন সূত্র
জই তং সি ভােএ চইউং অসন্তো, অজ্জাই কম্মাই করেই রায়ং।
ধম্মে ঠিও সব্বপয়াণুকৎপী, তত হােহিসি দেবে। ইও বিউব্বী ॥৩২। জই (যদি) তং (তুমি) ভােএ ( ভােগ = বিষয়ভােগ ) চইউং (ত্যাগ করিতে) অসতো সি ( অশক্ত হও=অসমর্থ হও) রায়ং (হে রাজন্) ( তবে ) অজ্জাই (আর্যজনােচিত) কমাই (কার্য ) করেই (কর) ধম্মে (ধর্মে = গৃহস্থধর্মে) ঠিও (স্থিত হইয়া) সব্বপয়াণুকংপী ( সর্বপ্রজানুকম্পী = সমস্ত প্রাণীর প্রতি দয়াবান্)। ( হও) তাে ( তবে ) ইও (ইত=ইহার পরে, এই জন্মের পরজন্মে ) বিউব্বী (বৈক্রিয় শরীর সম্পন্ন ) দেবব (দেবদেবতা) হােহিসি ( হইবে) ৩২
| হে রাজন, যদি তুমি বিষয়ভােগ পরিত্যাগ করিতে অসমর্থ হও তবে আর্যজনােচিত কার্য কর, গৃহস্থধর্ম অঙ্গীকার করিয়া সমস্ত প্রাণীর প্রতি দয়াবান্ হও তাহা লইলে পরজন্মে বিক্রিয় শরীর বিশিষ্ট দেবতা হইবে ॥৩২।
ন তুঙ্খ ভােগে চইউণ বুদ্ধী, গিদ্ধাসি আরংভপরিগহে।
মােহং কও ইত্তিয় বিল্পলাব, গচ্ছামি রায়ং আমংতি ও সি ॥৩৩ ভােগে (ভােগ) চইউণ ( ত্যাগ করিবার) বুদ্ধী (বুদ্ধি ) তুঙ্খ (তােমার) ন (নাই) (তুমি) আরংভপরিগহেসু ( আরম্ভপরিগ্রহে= হিংসাত্মক কার্য ও ধনধান্যদিতে) গিদ্ধাসি (গৃদ্ধ হইয়াছ) ইত্তিয় (এবান্ = এতগুলি ) বিল্পলাব ( বিপ্রলাপ =বাক্যবিন্যাস) মােহং (মােঘ =নিরর্থক) কও (কৃত হইল) রায়ং (হে রাজন্) গচ্ছামি ( যাইতেছি ) আমংতিওসি ( আমন্ত্রিততাসি =তােমার আদেশ লইলাম, বিদায় গ্রহণ করিলাম ) ॥৩৩||
বিষয়ভােগ ত্যাগ করিবার বুদ্ধি তােমার নাই, তুমি হিংসাত্মক কার্য ও
|
১। “তুরষংতি টীকা ১। ১। ‘জসি টীকা ৩; ২। “ভােগে’ টীকা ৩। ৩। “অজ্জাইং টীকা ৩। ৪। কম্মাইং টীকা ৩। ৫। “বৈক্রিয়শরীরবান্ ইতি বৃদ্ধা” টাকা ৩; “বৈক্রিয়শক্তিমান্” টীকা ১ ৬। “ইত্তিও টীকা ১। ইত্তিউ’—টীক। ৩। ৭। “আমন্ত্রিতঃ সম্ভাষিতঃ অনেকাথাদ্ধাতুনাং পৃষ্ঠো বা অসিভবসি” টীকা ৩।
“আমন্ত্রিততাসি ময়া ত্বং পৃষ্ঠোসি” টীকা ১।