________________
চিত্রসস্তৃতীয় আমি সেই অশুভ সংকল্পের জন্য পশ্চাত্তাপ করিয়া তাহা হইতে নিবৃত্ত না হওয়ায় এইরূপ ফল হইয়াছে যে আমি ধর্ম জানিয়াও বিষয়ভােগে গৃদ্ধ হইয়াছি ॥২৯||
পাগো জহা পংকজলাবসন্নো, দং থলং শাতিসমেই তীরং। এবং বয়ং কামগুণে গিদ্ধা, ন ভিখুণে মগমণুব্বয়ামে ॥৩০ ||
জহা (যেমন ) পংকজলাবসন্নো (পঙ্কজলাবসক্ত=পঙ্কযুক্ত জলে নিমগ্ন ) ণাগাে। ( হস্তী) থলং (স্থল ) দটং ( দেখিয়াও) তীরং ( তীর ) ণাভিসমেই (নাভিসমেতি =প্রাপ্ত হয় না) এবং (তদ্রুপ) বয়ং ( আমরা = আমি ) কামগুণে (কামভােগে) গিদ্ধা (গৃদ্ধ ) ( হইয়া) ভিখুণাে ( সাধুগণের) মগং ( মার্গ = আচার ) ন অণুব্বয়ামাে (ন অনুব্ৰজাম=অনুসরণ করিতেছি না, স্বীকার করিতেছি না) ॥৩০||
হস্তী যেমন পঙ্কযুক্ত জলে আবদ্ধ হইয়া স্থল দেখিতে পাইয়াও তীরে যাইতে সমর্থ হয় না, তদ্রুপ আমিও বিষয়সুখে গৃদ্ধ হইয়া সাধুদিগের সদাচাররূপ মার্গ জানিয়াও তাহা অনুসরণ করিতে সমর্থ হইতেছি না ॥৩০ |
অচ্চেই কালাে রংতি রাঈও, ন য়াবি ভােগা পুরিমাণ ণিচ্চা। উবিচ্চ ভােগ পুরিসং চয়ংতি, দুমং জহা খীণফলং ব পখী ॥৩১।
( মুনি বলিলেন হে রাজন্ ) কালাে ( কাল =আয়ুষ্কাল ) অচ্চেই (অত্যতি= অতিক্রান্ত হইতেছে ) রাও (রাত্রি=রাত্রি ও দিন) তূরংতি ( ত্বরন্তে =শীঘ্র অতিবাহিত হইতেছে ) পুরিমাণ (পুরুষগণের =মনুষ্যগণের ) ভােগা (ভােগ =বিষয়ভােগ) ণিচ্চা ( নিত্য ) ন য়াবি (ন চাপি =নহে ) ভােগা ( বিষয়ভােগ ) উবিচ্চ ( উপেত্য =আসিয়া ) পুরিসং ( মনুষ্যগণকে ) চয়ংতি (ত্যাগ করে ) জহা (যেমন ) পখী (পক্ষী ) খীণফলং ( ক্ষীণফল =যাহার ফল শেষ হইয়া গিয়াছে) দুমং (জুম=বৃক্ষ ) ( ত্যাগ করে) ॥৩১||
মুনি বলিলেন, হে রাজন, আয়ু অতিক্রান্ত হইতেছে, দিনরাত্রিও শীঘ্র গত হইতেছে। মনুষ্যের বিষয়ভােগও নিত্য নহে। পক্ষী যেমন বৃক্ষের ফল শেষ হইয়া গেলে সেই বৃক্ষকে পরিত্যাগ করিয়া চলিয়া যায় তদ্রুপ বিষয়ভােগও মনুষ্যগণের নিকট আসিয়াও স্বয়ং চলিয়া যায় ॥৩১||