________________
উত্তরাধ্যয়ন সূত্র
( এইরূপ বাক্য ) তুমং ( তুমি ) সাহসি ( সাধয়সি = বিশেষ করিয়া বলিতেছ ) ইহ ( এ সংসারে ) জহা ( যেরূপ ) ( অবস্থা ঘটে তাহা ) অহংপি ( আমিও ) জাণামি ( জানি ) ইমে ( এই সকল ) ভোগা ( ভোগ=বিষয়ভোগ ) সংগকরা ( সঙ্গকর = আসক্তিকারক ) ভবংতি ( হয় ) ( কিন্তু ) অজ্জো ( হে আর্য ) জে ( যে ভোগ ) অম্হারিসেহিং ( আমাদিগের ন্যায় ) ( ব্যক্তির পক্ষে ) দুজ্জয়া ( দুর্জয় = দুস্ত্যাজ্য ) ॥২৭॥
রাজা বলিলেন হে সাধু, তুমি যে কথা আমাকে বিশেষ করিয়া বলিতেছ, এই সংসারের সেইরূপ দশা আমিও জানি । এই সমস্ত বিষয়ভোগ আসক্তিজনক, কিন্তু হে আর্য, আমাদের ন্যায় ব্যক্তির পক্ষে ইহা ত্যাগ করা অত্যন্ত কঠিন ॥২৭৷৷
212
হখিণপুরংমি চিত্তা, দঠুণং ণরবইং মহিয়িং । কামভোগেসু গিদ্ধেণং, নিয়াণমসুহং' কড়ং ||২৮||
চিত্তা ( হে চিত্র ) হখিণপুরংমি ( হস্তিনাপুরে ) মহিঢিয়ং ( মহা সমৃদ্ধিসম্পন্ন ) ণরবইং ( নরপতিকে = সনৎকুমার নামক চক্রবর্তী রাজাকে ) দুণং ( দেখিয়া ) কামভোগেস্থ ( বিষয়ভোগে ) গিদ্ধেণং ( গৃদ্ধ= লোলুপ ) (আমার দ্বারা অসুহং) ( অশুভ ) নিয়াণং ( নিদান = সংকল্প ) কড়ং ( ক্বত হইয়াছিল ) ॥২৮৷৷
হে চিত্র, হস্তিনাপুরে মহাসমৃদ্ধিশালী সনৎকুমার নামক চক্রবর্তী রাজাকে দেখিয়া আমি বিষয়ভোগে লোলুপ হইয়া অশুভ সংকল্প করিয়াছিলাম ॥২৮||
তস মে অপ্পড়িকংতস্স', ইমং এয়ারিসং ফলং । জাণমাণো বি জং ধম্মং, কামভোগেস্থ মুচ্ছিও ॥২৯||
মে ( আমার দ্বারা) তস ( সেই সংকল্পের ) অপ্পড়িকংস ( অপ্রতিক্রান্ত হওয়ায়=প্রতিক্রমণ না করায়, সেই অশুভ সংকল্পের জন্য পশ্চাত্তাপ করিয়া তাহা হইতে নিবৃত্ত না হওয়ায় ) ইমং ( এই = বিষয়সুখ ভোগরূপ ) এয়ারিসং ( এতাদৃশ ) ফলং ( ফল ) ( হইয়াছে ) জং ( যে ) ধম্মং ( ধর্ম ) জাণমাণো বি ( জানিয়াও ) কামভোগেস্থ ( কামভোগে ) মুচ্ছিও ( মুর্ছিত=আসক্ত, গৃদ্ধ ) ( হইয়াছি ) ॥২৯॥
১। ‘অসুভং' টাকা ৩।
২। ‘অপড়িক্কংতস’ টীকা ২।; ‘অপড়িকংতস্স' টীকা ২।, অপড়িকংতস্স' টীকা ৪। “অপ্রতিক্রান্তস্য অপ্রতিনিবৃত্তস্থ্য” টীকা ৩।