________________
২১১
চিত্রসস্তৃতীয় তং ইকগং তুচ্ছসরীরগং সে, চিঈগয়ং দহিয় উ পাবগেণ।।
ভজ্জ য় পুত্তোবি য় ণায়ও য়, দায়ারমঃং অণুসংকংতি |২৫|| সে (সেই মৃত ব্যক্তির ) তং (সেই ত্যক্ত ) ইক্কগং (একক=কেবলমাত্র, প্রাণরহিত) তুচ্ছসরীরগং (তুচ্ছ শরীরকে =অসার শরীরকে) চিঈগয়ং (চিতিগত=চিতাগত, চিতায় স্থাপিত ) ( করিয়া) উ (ও) পাবগেণ ( পাবকের দ্বারা=অগ্নির দ্বারা) দহিয় (দহন করিয়া) (তাহার ) ভজ্জা ( ভার্যা) য় (ও) পুতভাবি (পুত্র ও) য় (এবং) ণায়ও ( জ্ঞাতৃগণ = স্বজনগণ ) অগ্নং ( অন্য =অপর ) দায়ারং (দাতাকে =জীবিকা প্রদানকারীকে) অণুসংকমংতি ( অনুসংক্রামন্তি =অনুসরণ করে, সেবা করে ) |২৫|| | সেই মৃত ব্যক্তির ত্যক্ত প্রাণরহিত অসার শরীরকে চিতায় স্থাপিত করিয়া ও অগ্নির দ্বারা দগ্ধ করিয়া তাহার স্ত্রী, পুত্র ও স্বজনগণ অন্য জীবিকা প্রদানকারীর অনুগত হয় ॥২৫||
উবণিজ্জঈ জীবিয়মপ্লমায়ং, বং জরা হরই ণর রায়।
পংচালরায়া বয়ণং সুণাহি, মা কাসি কম্মাইং মহালয়াইয়ং ২৬ রায়ং (হে রাজন্) পরসস ( মনুষ্যের ) জীবিয়ং (জীবিত = জীবন ) অল্পমায়ং ( অপ্রমাদরূপে =নিভুলরূপে ) উবণিজ্জঈ ( উপনীত করে মৃত্যুর নিকট উপনীত করে) জরা ( জরা) বঃং (বর্ণ =শরীর সৌন্দর্য ) হরই (হরণ করে) পংচালরায়া (হে পঞ্চালরাজ) বয়ণং (বচন=বাক্য) সুণাহি (শ্রবণ কর ) মহালয়াইং (মহালয়=মহা আরম্ভযুক্ত, হিংসাযুক্ত) কম্মাইং ( কর্ম ) মা কাসি ( করিও না ) |২৬||
হে রাজ, মনুষের জীবন নিভুলরূপে ( নিরন্তর ) মৃত্যুর নিকট উপনীত হইতেছে, জরা শরীর সৌন্দর্য হরণ করে। হে পঞ্চালরাজ, আমার কথা শ্রবণ কর, হিংসাদি মহা আরম্ভযুক্ত কার্য করিও না ॥২৬।
অহং পি জাণামি জহেহ সাহু, জং মে তুমং সাহসি বক্কমেয়ং।
ভােগা ইমে সংগকরা ভবতি, জে দুর্জয়া অজ্জো অম্হারিসেহিং ॥২৭ (রাজা বলিল ) সাহু (হে সাধু ) জং (যে ) মে (আমাকে) বৰুমেয়।
১। “দহিও টীকা ২। ২। ‘পুত্তাবি’ টাকা ৩।