________________
চিত্রসস্তৃতীয় ধনধান্যাদিতে গৃদ্ধ হইয়াছ। আমার এতগুলি বাক্য নিরর্থকই হইল। হে রাজ, আমি যাইতেছি, তােমার আদেশ গ্রহণ করিলাম ॥৩৩
পংচালরায়া বি য় বংভদভো, সাহু ত বয়ণং অকাউং।।
অণুত্তরে ভুংজিয় কামভােএ, অণুত্তরে সাে ণবরােএ পবিংঠো ॥৩৪৷৷ পংচালরায়া বি ( এবং পঞ্চাল রাজা) বংভদভো (ব্ৰহ্মদত্ত) তস (সেই) সাহু ( সাধুর ) বয়ণং ( বচন=উপদেশ) অকাউং ( না করিয়া =স্বীকার না করিয়া) অণুত্তরে (অনুত্তর সর্বোৎকৃষ্ট ) কামভােএ ( কামভােগকে ) ভুংজিয় ( ভােগ করিয়া) সাে (সে) অণুত্তরে ( অনুত্তর = সর্বশেষে অবস্থিত বা সমস্ত নরকের মধ্যে শ্রেষ্ঠ ) ণরএ (নরকে ) পবিটুঠো (প্রবিষ্ট হইল = উৎপন্ন হইল ) ৩৪||
| এবং পঞ্চালরাজ ব্ৰহ্মদও সেই সাধুর উপদেশ স্বীকার না করিয়া সর্বোৎকৃষ্ট বিষয়াদি ভােগ করিয়া সর্বশেষে অবস্থিত সপ্তম নরকে উৎপন্ন হইল ।৩৪।
চিতােবি কামেহি বিরকামাে, উদগচারিতবাে° মহেসী।
অণুত্তরং সংজম পাইত্তা, অণুত্তরং সিদ্ধিগইং ৪ গও ॥৩৫| ত্তি বেমি ।। কামেহি (বিষয়ভােগ হইতে) বিরকামাে ( বিরক্তকাম=অননুরক্ত) উদগগচারিতবাে ( উদগ্রচারিত্ৰতপ=প্রধান চরিত্র ও তপস্যা সমন্বিত ) মহেসী (মহর্ষি ) চিত্তোবি( চিত্রও) অনুত্তরং ( অনুত্তর সর্বোৎকৃষ্ট ) সংজম (সংযম ) পালইত্তা ( পালন করিয়া) অনুত্তরং (সর্বোৎকৃষ্ট বা সর্বোপরি স্থিত=লােকাগ্রে স্থিত) সিদ্ধিগইং ( সিদ্ধিগতি=মুক্তিস্থান) গও (গত হইল =প্রাপ্ত হইল ) ॥৩৫| এইরূপ বলিতেছি ।
বিষয়ভােগ হইতে নিবৃত্ত, শ্রেষ্ঠ চারিত্র ও তপস্যা সমন্বিত মহর্ষি চিত্রও সর্বোৎকৃষ্ট সংযম পালন করিয়া সর্বোপরি স্থিত মুক্তিস্থান প্রাপ্ত হইলেন ॥৩৫|| এইরূপ বলিতেছি।
ইতি চিত্রসস্তৃতীয়, ত্রয়ােদশ অধ্যয়ন
১। “তসসা” টীকা ১ ও ২। ২। সপ্ত নরকের বর্ণনার জন্য ৫|১২ সূত্রের ১নং পাদটীকা দ্রষ্টব্য। ৩। উদত্তচারিত্ততবে’ টীকা ৩। ৪। লােকাগ্রেস্থিত সিদ্ধিস্থানের বিবরণের জন্য ৬১৪ সূত্রের ১ ও ২ নং পাদটীকা দ্রষ্টব্য।