________________
২০৯
চিত্রসস্তৃতীয় ( হইয়াছে অতএব ) অসাসয়াইং ( অশাশ্বত ) ভােগাইং (বিষয়ভােগ)। চইত্ত, (পরিত্যাগ করিয়া আদাণহেউং (আদানহেতু= চারিত্রধর্মের জন্য ) অভিণিখমাহি ( অভিনিজ্জাম = গৃহ পরিত্যাগ করিয়া দীক্ষাগ্রহণ কর) |২৩|| | সেই পূর্বজন্মের সম্ভুত এখন বিশাল মাহাত্মযুক্ত, প্রভূত সমৃদ্ধিসম্পন্ন, পুণ্যফলযুক্ত রাজা হইয়াছে। অতএব অশাশ্বত বিষয়ভােগ পরিত্যাগ করিয়া চারিত্রধর্মের জন্য দীক্ষাগ্রহণ কর ॥২০।
ইহ জীবিএ রায় অসাসয়ংমি, ধণিয়ং তু পুন্নাই অকুব্বমাণে।
যে সােয়ই মচ্চ,মুহােবণী, ধম্মং অকাউণ পরংমি লােএ ॥২১। রায় (হে রাজন্) ইহ (এই সংসারে ) ধণিয়ং তু ( অত্যন্ত ) অসাসয়ংমি (অশাশ্বত ) জীবিএ (জীবনে) পুন্নাই (পুণ্য) অকুব্বমাণে (না করিয়া) ধম্মং (ধর্ম ) অকাউণ ( না করিয়া) সে (সেই ব্যক্তি ) মচ্চমুহােবণী (মৃত্যুমুখােপনীত =মৃত্যুপ্রাপ্ত)(হইয়া) পরংমি লােএ (পরলােকে)( যাইয়া) সােয়ঈ ( পরিতাপ করে ) ॥২১। | হে রাজ, এই সংসারের অত্যন্ত অশাশ্বত জীবনে যে পুণ্যোপার্জন ও ধর্মানুষ্ঠান না করিয়া মৃত্যুমুখে পতিত হয় সে পরলােকে নরকাদিতে যাইয়া পরিতাপ করে ॥২১। | জাহেহ সীহো ব মিয়ং গহায়, মচ্চ, বরং ণেই হু অংতকালে।
| ন ত মায়া ব পিয়া ব ভায়া, কালংমি তম্মিংসহরা ভবতি ॥২২|| জহা ( যথা) ইহ (এ সংসারে ) সীহহ ( সিংহ) মিয়ং (মৃগকে) গােয় ( গ্রহণ করিয়া = ধরিয়া) (স্ববশে আনয়ন করে ) (তদ্রুপ) হু (নিশ্চয়ই ) মচ্চ, (মৃত্যু) অংতকালে ( অন্তকালে = মরণ সময়ে ) ণরং ( মনুষ্যকে) ণেই (নয়তি=আনয়ন করে, অবশে আনয়ন করে ) তম্মিং কলংমি (সেই সময়ে ) ত (তাহার =সেই মনুষ্যের ) মায়া (মাতা) ব (ও) পিয়া (পিতা) ব (ও) ভায়া (ভ্রাতা) অংসহরা (অংশধরা=নিজের জীবনের অংশ দিয়া রক্ষাকর্তা) ন ভবতি ( হয় না) ॥২২।
১। লােগে’ টীকা ৩। ২। “তংমংসহরা টীকা ৩।
৩। “অংশং স্বজীবিতব্যভাগং ধারয়ন্তি মৃত্যুনা নীয়মানং নরং রক্ষীত্যংশধরা স্বজীবিতব্যদায়কা” টীকা ১।
১৪