________________
২০৮
* উত্তরাধ্যয়ন সূত্র
শরিংদ (হে নরেন্দ্র ) ণরাণং ( মনুষগণের মধ্যে ) সােবাগজাঈ (শপাক জাতি) অহমা ( অধম ) জাঈ (জাতি) (বলিয়া গণ্য হয়) (সেই অধম জাতিতে ) দুহও ( উভয়ে = আমরা উভয়ে ) গয়াণং (গত হইয়াছিলাম =জন্মগ্রহণ করিয়াছিলাম) জহিং (যেখানে) বয়ং (আমরা) সব্বজণসস ( সর্বজনের ) বেসা (দ্বেষ = অপ্রীতিজনক) (হইয়াছিলাম) (এবং) সােবাগণিবেসণে (শ্বপাক নিবেশে =চণ্ডালগৃহে ) বসীয় (বাস করিতাম) |১৮||
হে নরেন্দ্র, মনুষ্যগণের মধ্যে চণ্ডালজাতি সর্বাপেক্ষা অধম জাতি বলিয়া গণ্য। আমরা উভয়ে সেখানে জন্মগ্রহণ করিয়াছিলাম। সেখানে আমরা সকলেরই অপ্রীতিজনক হইয়াছিলাম এবং চণ্ডালগণের কদর্য গৃহে বাস করিতাম ॥১৮||
তীসে য় জাঈই উ পাবিয়া, বুচ্ছা মু সােবগণিবেসণে।
সব্ব লােগ দুগংছণিজ্জা, ইহং তু কম্মাইং পুরাকড়াইং |১৯| য় (এবং) তীসে (সেই ) পাবিয়াএ (পাপিষ্ঠ =নীচ, কুৎসিৎ ) জাঈই ( জাতিতে ) সব্ব লােগ ( সমস্ত লােকের) দুগংছণিজ্জা ( জুগুপ্সনীয়= নিন্দিত, অবহেলিত ) ( হইয়া) মু (আমরা) সােগণিবেসণে (চণ্ডাল বসতিতে ) বুচ্ছ ( বাস করিতাম) তু ( কিন্তু ) ইহং (ইহজন্মে)। পুকড়াইং (পুরাকৃত =পূর্বকৃত) কম্মাইং ( কর্ম = শুভকর্ম ) (প্রকট ( হইয়াছে ) ॥১৯।
এবং সেই কুৎসিং জাতিতে সমস্ত লােক কর্তৃক অবহেলিত হইয়া আমরা চণ্ডাল বসতিতে বাস করিতাম কিন্তু ইহজন্মে পূর্বকৃত শুভকর্মের ফল। উদিত হইয়াছে ॥১৯||
| সসা দাণিসিং রায় মহাণুভাগে মহড়টিও পুণফলােববেও।
চইত্ত, ভােগাইং অসাসয়াইং, আদাণহেউৎ৩ অভিণিখমাহি ॥২০$ সস (সেই সস্তৃত ) দাণিসিং (অধুনা) মহাণুভাগে ( বিশাল মাহাত্ম্যযুক্ত) মহড়টিও (মহা সমৃদ্ধিসম্পন্ন ) পুফলােববেও (পুণ্যফলােপপেত ) রায় (রাজা)
১। ‘বচ্ছামু’ টীকা ১। ২। পুরেকড়াইং টীকা ১ ও ৩। ৩। ‘আয়াণহেউং টীকা ৩।