________________
২০৭
চিত্রসস্তৃতীয় হিতাকাংক্ষী ) ধম্মসিও (ধর্মাশ্রিত =ধর্মে স্থিত, ধর্মপালনকারী ) চিতভা ( চিত্র) ইমং বয়ণং (এইরূপ বাক্য) উদাহরিখা (বলিলেন ) ॥১৫।
পূর্বজন্মের ভ্রাতৃস্নেহের দ্বারা অনুরক্ত ও বিষয়সুখে লােলুপ রাজাকে তাহার হিতাকাঙক্ষী শুদ্ধধর্মপালনকারী চিত্র এইরূপ বলিলেন ॥১৫||
সব্বং বিলবিয়ং গীয়ং, সব্বং টুং বিড়ংবণা।
সব্বে আভরণা ভার, সব্বে কামা দুহাবহা ॥১৬ ( মুনি বলিলেন) সব্বং ( সমস্ত ) গীয়ং (গীত) বিলবিয়ং (বিলপিত = বিলাপের ন্যায়) সব্বং পট্টং ( সমস্ত নাট্য) বিড়ংবণা ( বিড়ম্বনার ন্যায় ) সব্বে ( সমস্ত ) আভরণা (আভরণ ) ভারা (ভাররূপ) (ও) সব্বে ( সমস্ত ) কামা (কাম = বিষয় ভােগ) দুহাবহা (দুঃখবাহ = দুঃখদায়ক ) ॥১৬।
| মুনি বলিলেন, হে রাজ, সমস্ত গানবাদ্য বিলাপের ন্যায়, সমস্ত নাট্যাদি বিড়ম্বনাতুল্য, সমস্ত আভরণ ভাররূপ ও সমস্ত বিষয়ভােগ দুঃখাবহ বলিয়া প্রতীয়মান হইতেছে ॥১৬
বালাভিরামে দুহাবহেসু, ন তং সুহং কামগুণে রায়ং।
বিরকামাণ তবােহণং, জং ভিক্খুণং সীলগুণে রয়াণং ॥১৭ রায়ং (হে রাজন) বিরকামণ ( বিরক্তকাম = বিষয়পরাজুখ) সীলগুণে রয়াণং ( শীল গুণে রত = সচ্চারিত্র সম্পন্ন ) তবােহণাণং (তপােধন=তপস্যাই যাহার ধন, তপস্যারত ) ভিখুণ(ভিক্ষুদিগের ) জং (যেরূপ) ( সুখ) তং সুহং (সেইরূপ সুখ) বালাভিরামে (বালাভিরাম =অবিবেকিগণের প্রীতিদায়ক) দুহাবহেসু (দুঃখাবহ ) কামগুণেসু (কামগুণে =বিষয়সুখে ) ন (না=হয় না) ॥১৭
| হে রাজন্ বিষয়পরাজুখ, সচ্চারিত্রসম্পন্ন, তপস্যারত ভিক্ষুদিগের যেরূপ সুখ, তদ্রুপ সুখ বিষয়সুখে হয় না। তাহা অবিবেকিগণের প্রতিদায়ক কিন্তু দুঃখাবহ ॥১৭
শরিংদ জাঈ অহমাণরাণং, সােবাগজাঈ দুহও গয়াণং। জহিং বয়ং সব্বজণ বেসা, বসীয় সােবাগণিবেসণে ॥১৮||
১। বিড়বিয়ং’ টীকা ১ ও ৪। ২ ‘তবােধণাণং’ টীকা ১ ও ২।