________________
২০ ৪
উত্তরাধ্যয়ন সূত্র | রাজা বলিল, আমি পূর্বজন্মে সত্য ও অকপটরূপে শুভ কর্ম করিয়াছিলাম তাহার ফল এখন ভােগ করিতেছি। হে চিত্র, তুমি কেন সেইরূপ ঐশ্বর্য ভােগ করিতেছ না ||
সব্বং সুচিং সফলং পরাণং, কড়াণ কম্মাণ ন মােক্খু অখি।।
অখেহিং কামেহিং য় উত্তমেহিং, আয় মমং পুগ্নফলােববেএ॥১০|| ( মুনি বলিলেন) পরাণং ( মনুষ্যগণের ) সব্বং (সর্ব ) সুচিন্নং (সুচীর্ণ = সম্যক্ প্রকারে কৃত সংযম তপস্যাদি) সফলং ( সফল ) ( হইয়া থাকে) (কেননা) কড়াণ (কৃত = অনুষ্ঠিত ) কস্মাণ ( কর্ম হইতে ) মােক্খু (মাে= মুক্তি, অব্যাহতি ) ন অখি (নাই) মমং (আমার) আয়া (আত্মা) উত্তমেহিং (উত্তম= প্রধান) অখেহিং ( অর্থের দ্বারা) য় (ও) কামেহিং ( কামের দ্বারা) পুণফলােববেএ (পুণ্যফলােপপেত) (হইয়াছিল ) |১০||
মুনি বলিলেন, হে রাজ, মনুষ্যগণের সম্যক্প্রকারে আচরিত সংযম তপস্যাদি ক্রিয়া সফলই হইয়া থাকে কেননা কৃত কর্ম হইতে অব্যাহতি নাই। কৃত কর্মের ফল অবশ্যই ভুগিতে হইবে। আমার আত্মাও শ্রেষ্ঠ অর্থ ও কামরূপ পুণ্য ফলযুক্ত হইয়াছিল অর্থাৎ আমি উত্তম অর্থ ও কাম প্রাপ্ত হইয়াছিলাম ॥১০ |
জাণাহি সংভূয় মহানুভাগং, মহড়ঢ়িয়ং পুন্নফলােববেয়ং। চিত্তং পি জাণাহি তহেব রায়ং, ইী জুঈ ত বি য় গভূয়া ॥১১।
সংভূয় (হে সভৃত) (তুমি নিজকে যেরূপ ) মহানুভাগং ( মহানুভাগ = বিশাল মাহাত্মযুক্ত) মহঢ়িয়ং (মহৰ্দ্ধিক = বিস্তীর্ণ সমৃদ্ধি সমন্বিত ) পুঃফলােববেয়ং (পুণ্যফলােপপেত) (বলিয়া) জাণাহি (জান) রাষং (হে রাজন্ ) তহেব (তদ্রুপ) চিত্তংপি ( চিত্রকেও=আমাকেও) জাণাহি (জানিবে) ত বি ( তাহারও =চিত্রেরও) প্রভূয়া (প্রভূত ) ইড়ী (ঋদ্ধি ) জুঈ (দ্যুতি) ( ছিল ) ॥১১।
হে সস্তৃত, যেমন তুমি নিজেকে বিশাল মাহাত্ম্য ও সমৃদ্ধিসম্পন্ন এবং
১। মুখ’ টীকা ১; মুখু’ টীকা ৩ ‘মােখো’ টীকা । ২। ফলােববেও’ টীকা ৩। ৩। মহিড টিয়ং’ টীকা ৩ ও ৪।