SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 220
Loading...
Download File
Download File
Page Text
________________ চিত্রসম্ভৃতীয় ছিলাম ) ণো ( আমাদের ) ইমা ( এই =উপস্থিত ) অগ্নমন্ত্রেণ ( পরস্পরের সহিত ) বিণা ( ব্যতিরেকে ) জা ( যে ) ছট্‌ঠিয়া ( ষষ্ঠিকা = ষষ্ঠ ) জাঈ ( জাতি - জন্ম ) ||৬|| ৭|| = আমরা দশার্ণ দেশে দাস ছিলাম, কালিঞ্জর পর্বতে মৃগ হইয়াছিলাম, মৃতগঙ্গাতীরে হংস হইয়াছিলাম, কাশীদেশে চণ্ডাল হইয়াছিলাম, প্রথম দেবলোকে মহা সমৃদ্ধিশালী দেব হইয়াছিলাম এবং আমরা এই ষষ্ঠ জন্মে পরস্পরের সহিত বিচ্ছিন্ন হইয়াছি ||৬||৭|| কম্মা `ণিয়াণপগড়া, তুমে রায় বিচিংতিয়া ৷ তেসিং ফলবিবাগেণ, বিপ্লওগমুবাগয়া ॥৮॥ 20 (মুনি বলিলেন) রায় ( হে রাজন্ ) তুমে ( তোমার দ্বারা) ণিয়াণপগড়া ( নিদানপ্রকৃত=নিদানের দ্বারা প্রকৃষ্টরূপে কৃত, সংকল্পের জন্য বদ্ধ ) কম্মা ( কর্ম ) বিচিংতিয়া ( বিচিন্তিত হইয়াছিল ) তেসিং ( তাহার = সেই সংকল্পবদ্ধ কর্মের ) ফলবিবাগেণ (ফলবিপাকের দ্বারা = ফলের উদয়ের দ্বারা) ( আমাদের ) বিপ্লওগং ( বিপ্ৰয়োগ = বিয়োগ, বিরহ ) উবাগয়৷ ( উপাগত হইয়াছে ) ॥৮॥ মুনি বলিলেন হে রাজন, তুমি দুষ্ট সংকল্পের দ্বারা কর্মের বন্ধন করিয়াছ, তাহারই ফলোদয়ে আমাদের বিরহ উপস্থিত হইয়াছে ॥৮॥ সচ্চসোয়প্রগড়া’, কম্মা মত্র পুরা কড়া ৷ তে অজ্জ পরিভুংজামো, কিং চিত্তে বি সে তাহা ॥৯॥ ( রাজা বলিল ) মএ ( আমার দ্বারা ) পুরা (পূর্বে=পূর্বজন্মে ) সচ্চসোয়প্রগড়া সত্য শৌচ প্ৰকট=সত্য ও অকপট অনুষ্ঠানের দ্বারা প্রসিদ্ধ, শুভপ্রকৃতিবিশিষ্ট ) কৰ্ম্মা ( কর্ম ) কড়া ( কৃত হইয়াছিল ) তে ( তাহা ) অজ্জ ( অদ্য = অধুনা ) পরিভুংজামো ( পরিভোগ করিতেছি= উপভোগ করিতেছি ) চিত্তে (হে চিত্র ) সে ( সেইরূপ ভোগ ) তহা ( সেই প্রকার ) কিংণু ( কেন না ) ( ভোগ করিতেছ ? ) ॥ ৯॥ ১। ‘নিয়াণল্পগড়া’ টীকা ১ ও ৩। ‘নিদানং সার্ভিঙ্গ প্রার্থনারূপং তেন প্রকর্ষেণ কৃতানি বিহিতানি নিদান প্রকৃতানি নিদানবশনিবদ্ধানীতি” টীকা ৩। २ । “সত্যং মৃষাভাষাপরিহাররূপং শৌচং অমায়মনুষ্ঠানং তাভ্যাং প্রকটানি প্রখ্যাতানি কৰ্ম্মাণি প্রক্রমাচ্চুভানুষ্ঠানানি শুভপ্রকৃতিরূপাণি বা” টীকা ৩ ৷
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy