SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 219
Loading...
Download File
Download File
Page Text
________________ 202 উত্তরাধ্যয়ন সূত্র মহীও ( মহৰ্দ্ধিক =মহা সমৃদ্ধি সম্পন্ন ) মহাযসো (মহাযশা ) বংভদত্তো (ব্রহ্মদত্ত) চক্কবট্টী ( চক্রবর্তী রাজা) ভায়রং ( ভ্রাতাকে = পূর্বজন্মের ভ্রাতাকে ) বহুমাণেণং ( বহুমানের সহিত = অত্যন্ত সম্মানের সহিত ) ইমং বয়ণং ( এই বচন = নিম্নবর্ণিত বাক্য ) অব্ববী ( বলিল ) ||৪|| মহা সমৃদ্ধিশালী ও মহাযশস্বী ব্রহ্মদত্ত চক্রবর্তী পূর্বজন্মের ভ্রাতাকে অত্যন্ত সম্মানের সহিত নিম্নলিখিত বাক্য বলিল ॥৪॥ আসিমো ভায়রা দো বি, অগ্নমগ্নবসানুগা । অগ্নমগ্নমণুরত্তা, অগ্নমগ্নহি এসিণো ॥৫॥ মো (আমরা) দো বি ( উভয় ) ভায়রা (ভ্রাতা ) অগ্নমগ্নবাণুগা ( অন্যোন্যবশানুগ [=পরস্পরের অনুগত ) অগ্নমগ্নমণুরত্তা ( অন্যোন্যামুরক্ত= পরস্পরের প্রতি অনুরক্ত) ( ) অগ্নমগ্নহি এসিণো (পরস্পরের হিতৈষী ) আসি ( ছিলাম ) ||৫|| আমরা উভয় ভ্রাতা পরস্পরের অনুগত, পরস্পরের প্রতি অনুরক্ত ও পরস্পরের হিতৈষী ছিলাম ॥৫॥ দাস। দসগ্নয়ে আসী, মিআ কালিংজরে ণগে ৷ হংসা ময়ংগতীরাএ, সোবাগা কাসিভূমিএ ॥৬|| দেবা য় দেবলোগংমি, আসি অম্‌হে মহিড্‌টিআ। ইমা ণো ছট্টিয়া জাঈ, অগ্নমন্ত্রেণ জা বিণা ॥৭॥ ( আমরা ) দসঞ্জয়ে ( দশার্ণ দেশে ) দাসা (দাস) আসী ( হইয়াছিলাম ) কালিংজরে ণগে ( কালিঞ্জর পর্বতে ) মিঅ (মৃগ ) ( হইয়াছিলাম ) ময়ংগতীরাএ ( মৃত গঙ্গাতীরে ) হংসা ( হংস ) ( হইয়াছিলাম ) কাসিভূমি ( কাশীভূমিতে= কাশীদেশে ) সোবাগা ( চণ্ডাল ) ( হইয়াছিলাম ) অম্‌ হে ( আমরা ) দেবলোগংমি( দেবলোকে = সৌধৰ্মনামক প্রথম দেবলোকের নলিনীগুল্ম নামক বিমানে ) মহটিআ ( মহর্ধিক ) দেব! (দেব) আসি ( হইয়া ১। ‘দসন্নে' টীকা ১ ও ২। বর্তমান ভূপাল রাজ্যের সহিত পূর্ব মালব প্রদেশ দশার্ণদেশ নামে খ্যাত ছিল ৷ মৌর্যকালে ইহার রাজধানীর নাম চৈত্যগিরি ছিল। কিন্তু পরবর্তী সময়ে তাহা বিদিশা, বর্তমান ভিলসাতে স্থানান্তরিত হয় । ভগবান মহাবীর, পৃষ্ঠা ৩৭২ ৷ ২। ‘চংডালা’ টীকা ২
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy