________________
চিত্রসস্তৃতীয় |
২০১ কংপিল্লে সংভূও, চিত্তে পুণ জাও পুরিমতালংমি।
সিঠিকুলংমি বিসালে, ধম্মং সােউণ পব্বঈও ॥২॥ সংভূও (সস্তৃত) কংপিল্লে (কাস্পিল্য নগরে ) (জন্ম গ্রহণ করিল) পুণ (আর) চিত্তো ( চিত্র=স্যুতের জ্যেষ্ঠভ্রাত চিত্র) পুরিমতালংমি (পুরিমল নগরে ) বিসালে ( বিশাল = বিস্তৃত পরিবার সমন্বিত ) সিঠিকুলংমি (শ্রেষ্ঠিকুলে) জাও (জাত হইল =উৎপন্ন হইল )। (বয়প্রাপ্ত হইয়া ) ধম্মং (ধর্ম) সােউণ ( শ্রবণ করিয়া) পদ্মঈও (প্রব্রজিত হইল ) ॥২
সস্তৃত কাস্পিল্য নগরে ব্রহ্মদত্ত চক্রবর্তী রাজারূপে জন্মগ্রহণ করিল। আর তাহার জ্যেষ্ঠভ্রাতা চিত্র পুরিমল নগরে এক বিস্তৃত পরিবার সমন্বিত শ্রেষ্ঠিকুলে উৎপন্ন হইল। বয়প্রাপ্ত হইয়া ধর্ম শ্রবণ পূর্বক চিত্র প্রব্রজ্যা গ্রহণ। করিল |২||
কংপিল্লৎমি য় শয়রে, সমাগয়া দোবি চিত্তসংভূয়া।
সুহদুখফলবিবাগং, কহিংতি তে এমেক্ক ॥ কংপিল্লংমি য় শয়রে (কাস্পিল্য নগরে ) চিত্তসংভূয়া ( চিত্র ও সস্তৃত = পূর্বজন্মের চিত্র ও সস্তৃত নামক উভয় ভ্রাতা) দোবি ( উভয়েই ) সমাগয়া ( সমাগত ) ( হইয়া) তে (তাহারা) এরুমে (একে অন্যের =পরস্পরের) সুহদুখফলবিবাগং ( সুখদুঃখফলবিপাক = শুভ কর্ম ও অশুভ কর্মের ফলের স্বরূপ, সুখদুঃখের স্বরূপ ) কহিংতি (কহিতে লাগিল ) ॥৩।
কাস্পিল্য নগরে চিত্র ও সস্তৃত উভয় ভ্রাতা মিলিত হইয়া পরস্পরের সুকর্ম ও দুষ্কর্মের ফলের স্বরূপ বলিতে লাগিল ॥৩||
চক্কবট্টী মহীও, বংভদত্তো মহাযশসা। ভায়রং বহুমাণেণং, ইমং বয়ণমব্বষী ॥৪||
১। অধুনা এই নগরকে কংপিলা বলে। ইহা ফরক্কাবাদ হইতে ২৫ মাইল ও কায়মগঞ্জ স্টেশন হইতে ৬ মাইল উত্তর পশ্চিমে বুঢ়ীগঙ্গাতটে অবস্থিত। এক সময়ে কাস্পিল্য দক্ষিণ পাঞ্চালের রাজধানী ছিল। কল্যাণবিজয়গণি কৃত ভগবান্ মহাবী, পৃঃ ৩৬১।
২। পুরিমতালকে কেহ কেহ প্রয়াগের প্রাচীন নাম বলিয়া উল্লেখ করেন কিন্তু জৈন শাস্ত্র মতে ইহা অযােধ্যার শাখানগর। ভগবান মহাবীর পৃ: ৩৭৬।
৩। ইকমিকস’ টীকা ১ ও ৩। ৪। চক্রবর্তীর বিবরণের জন্য ১৯২১ সূত্রের ৬ নং পাদটীকা দ্রষ্টব্য।