________________
উত্তরাধ্যয়ন সূত্র করা যায়) কা (কি) চ (এবং) তে (আপনার) কারিসংগং (করীষাঙ্গং =করীষ, ঘুটে ) কিং (কি) য় (ও) তে (আপনার) এহা (এধা=সমিধ যজ্ঞকাষ্ঠ) (কি) ( আপনার ) সংতি ( শান্তি শাস্তিমন্ত্র) কয়রা (কতরা=কি ) ( আপনারা) কয়রেণ ( কি প্রকার ) হােমেণ ( হােমের দ্বারা) জোইং ( অগ্নিকে) হুণাসি (হবন করিতেছেন ) ৪৩ | ( ব্রাহ্মণগণ বলিলেন) হে ভিক্ষু, আপনার অগ্নি কি ? অগ্নিকুণ্ডই বা কি ? আপনার দবি কি? এবং অগ্নি প্রজ্বালন করিবার করীষ কি? আপনার যজ্ঞকাষ্ঠ কি? এবং শান্তিমন্ত্রই বা কি? আপনি কি প্রকার হােমের দ্বারা অগ্নিতে হবন করেন ॥৪৩
তবে জোঈ জীবে জোইঠাণ, জোগা সুয়া সরীরং কারিসংগং।
কম্মং এহা সংজম জোগ সংতী, হােমং হুণামি ইসিণং পসখং ॥৪৪|| তববা (তপস্যা ) জোঈ ( অগ্নি ) জীবাে ( জীব ) জোইঠাণং ( অগ্নিকুণ্ড) জোগা (যােগ=মন, বচন ও কায়ের যােগ) সুয়া (দবি) সরীরং (শরীর) কারিসংগং (করীষাঙ্গ) কম্মং (কর্ম = অষ্টবিধ কর্ম ) এহা ( যজ্ঞকাষ্ঠ ) সংজম জোগ (সংযমের আচরণ =সপ্তদশ প্রকার সংযম ) সংতী (শান্তিমন্ত্র ) (এইরূপ ) ইসিণং (ঋষিদিগের) পসখং (প্রশস্ত ) হােমং (হােমের দ্বারা ) হুণামি (হবন করি ) ৪৪|| | (মুনি বললেন) হে ব্রাহ্মণ, আমাদিগের তপস্যা অগ্নি, প্রাণীই অগ্নিকুণ্ড, মন, বচন ও কায়ের যােগ দর্বি, শরীর করীষ, কর্ম, কাষ্ঠ ও সংযমাচরণ শান্তিমন্ত্র। ঋষিদিগের যােগ্য এইরূপ শ্রেষ্ঠ হােমের দ্বারা আমরা হবন করিয়া থাকি। (অর্থাৎ প্রাণীই অগ্নিকুণ্ড, মন বচন কায়ের শুভ ব্যাপাররূপ ঘৃতের দ্বারা শরীররূপ করীষের সাহায্যে তপস্যারূপ অগ্নি প্রজ্বলিত করিয়া অষ্ট কর্মরূপ ইন্ধনকে ভস্মসাৎ করিলে আত্মা নির্মল হয় ও সপ্তদশ প্রকার সংযম, সর্বপ্রকার শান্তি আনয়ন করে। আমরা ঋষিদিগের এইরূপ প্রশস্ত যজ্ঞেরই অনুষ্ঠান করিয়া থাকি ) ॥৪ ৪||
১। কম্ম’ টীকা ৩। কম্মেহা’ টীকা ৪ |
২। হিংসা, মিথ্যা চৌর্য, অব্ৰহ্ম ও পরিগ্রহ এই পাচপ্রকার আশবের পরিত্যাগ, পাঁচ ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আসক্ত না হওয়া ; ক্রোধ, মান, মায়া ও লােভ এই চারি কষায়কে ও মন, বচন এবং কায়ের অশুভ বৃত্তিকে দমন করা—ইহাই সপ্তদশ প্রকার সংযম বা চারিত্র।