________________
হরিকেশীয়
কে তে হরএ কে য় সংতিতিখে, কহিংসি হাও ব রয়ং জহাসি ৷ আয়খ ণো সংজয় জক্খপূইয়া, ইচ্ছামু ণাউং ভবও সগাসে ॥৪৫॥
১৯৭
সংজয় ( হে সংযত ) জথপূইয়া ( যক্ষপূজিত ) ণো ( আমাদিগকে ) আয়খ ( বলুন ) ( যে ) তে ( আপনার ) হরএ ( হ্রদ ) কে ( কি ) য় ( এবং ) তে ( আপনার ) সংতিতিখে ( শান্তিতীর্থ=যে তীর্থে স্নান করিলে শান্তি হয় ) কে ( কি ) ব ( এবং ) কহিংসি (কোথায়) হাও (স্নাত= স্নান করিয়া ) রয়ং ( রজ = মল, কর্মমল ) জহাসি ( ত্যাগ করেন ) ভবা ও ( আপনার ) সগাসে (সকাশে=নিকটে ) ণাউং ( জানিতে ) ইচ্ছামু ( ইচ্ছা করি ) ॥ ৪৫ ॥
হে যক্ষপূজিত সংযত, আপনার হ্রদ অর্থাৎ স্নান করিবার জলাশয় কি ? আপনাদের তীর্থ কি যেখানে দানাদি করিলে পাপ শান্তি হয়, কোথায় স্নান করিয়৷ কর্মমল ধৌত করেন ? তাহা আপনার নিকট জানিতে ইচ্ছা করি ॥ ৪৫৷
ধম্মে হরএ বংভে সংতিতিখে, অণাবিলে অত্তপসলেসে। জহিংসি হাও বিমলে৷ বিমুদ্ধে৷, সুসীইভূও পজহামি দোসং ||৪৬||
ধর্ম্মে ( ধর্ম ) হরএ ( হ্রদ ) বংভে ( ব্রহ্মচর্য ) অণাবিলে ( অনাবিল = নির্মল ) অত্তপসঞ্জলেসে ( আত্মিপ্রসন্নল্যোযুক্ত = আত্মপ্রসাদযুক্ত ) সংতিতিথি ( শান্তিতীর্থ ) জহিংসি ( যেখানে ) হাও ( স্নান করিয়া ) বিমলো ( বিমলা = ভাবমলরহিত ) বিশুদ্ধো ( বিশুদ্ধ = নিষ্কলঙ্ক ) সুসীইভূও ( সুশীতীভূত – রাগদ্বেষাদিরহিত হইয়া শীতলীভূত ) ( হইয়া ) দোসং ( দোষ = কর্ম ) পজহামি পরিত্যাগ করি ) ||৪৬||
মুনি বলিলেন, হে ব্রাহ্মণগণ আমাদের ধর্মই হ্রদ, ব্রহ্মচর্যই নির্মল ও আত্মপ্রসাদযুক্ত শাস্তিতীর্থ, যেখানে স্নান করিয়া বিমল, বিশুদ্ধ ও রাগদ্বেষাদি রূপ উষ্ণতা পরিহার করতঃ শীতলীভূত হইয়া কর্মমলকে পরিত্যাগ করি ॥৪৬৷
১। “আত্মপ্রসন্নলেশ্যে আত্মনঃ প্রসন্না নির্মলত্বকারণং লেখা যস্মিন্ স আত্মপ্রসন্নলেশ্য স্তস্মিন্ আত্মনির্মলত্বকারণং তেজঃপদ্মশুক্লাদিলেশ্যাত্রয়ং তেন সহিতে ইত্যর্থঃ” টীকা ১ ৷ লেখার বিবরণের জন্য পরবর্তী চতুস্ত্রিংশৎ অধ্যয়ন দ্রষ্টব্য ৷