________________
হরিকেশীয় চৌর্য আচরণ না করিয়া, পরিগ্রহ, স্ত্রী, ক্রোধ, মান, মায়া ও লােভ এই সমস্তকে পরিত্যাগ করিয়া আচরণে প্রবৃত্ত হন ॥৪১।
সুসংবুড়া পংচহিং সংবরেহিং, ইহ জীবিয়ং অণবকংখমাণা।
বােসঠকায়া সুইচত্তদেহা, মহাজয়ং জয়ই জসিঠং ॥৪২। পংচহিং সংবরেহিং (পাঁচ প্রকার সংবরের দ্বারা= হিংসা, মৃষাবাদ, চৌর্য, মৈথুন ও পরিগ্রহ হইতে বিরতি রূপ পাঁচ প্রকার সংবরের দ্বারা) সুসংবুড়া (সুসংবৃত=পাপকর্ম হইতে নিবৃত্ত) ইহ (এই জন্মে) জীবিয়ং (জীবিত =জীবন, অসংযত জীবন ) অণবকৎখমাণা ( আকাঙ্ক্ষা না করিতে থাকিয়া) বােসঠকায়া ( ব্যুৎস্পৃষ্টকায় =সংযম আরাধনের জন্য উৎসর্গীকৃত শরীর ) সুই (শুচি =নির্মল ব্ৰত সম্পন্ন ) চত্তদেহ। (ত্যক্তদেহা=শরীরের শুশ্রুষা পরিত্যাগকারী ) মহাজয়ং ( মহাজয় =মহাজয়যুক্ত= যাহাতে কর্মরূপ শত্রুর বিনাশ হয় এরূপ মহাজয়সম্পন্ন ) জগ্নসিটুঠং (শ্রেষ্ঠ যজ্ঞ ) জয়ই (যজন করেন=অনুষ্ঠান করেন) ৪২
পাঁচ প্রকার সংবরের দ্বারা পাপকর্ম হইতে বিরত, এই সংসারে জীবনের আকাঙ্ক্ষা রহিত, সংযমারাধনার জন্য উৎসর্গীকৃত শরীর, নির্মল ব্রতসম্পন্ন, দেহশুশ্রুষা হইতে নিবৃত্ত পুরুষগণ কর্মশত্রুর বিনাশরূপ মহান্ জয়সম্পন্ন শ্রেষ্ঠ যজ্ঞের অনুষ্ঠান করেন ॥৪২। কে তে জোঈ কে ব তে জোইঠাণং, কা তে সুয়া কিংচ তে
| কারিসংগং। এহা য় তে কয়রা সন্তি ভিক্খু, কয়রেণ হােমেণ হুণাসি জোইং ৪৩ ভিখু (হে ভিক্ষু ) তে (আপনার) জোঈ (জ্যোতি=অগ্নি) কে (কি) ব (এবং) তে ( আপনার) জোইঠাণং ( জ্যোতিস্থান=অগ্নিকুণ্ড) কে (কি) তে (আপনার ) সুয়া (চঃ=দবি, হাতা, যাহার দ্বারা ঘৃতাদি নিক্ষেপ
১। সংবর শব্দের ব্যাখ্যার জন্য ৯২০ সূত্রের ২নং পাদটীকা দ্রষ্টব্য। ২। “মাণে টীকা ৩। ৩। “কায়াে’ টীকা ৩। ৪। দেহাে’ টীকা ৩। ৫। জোঈঠাণং টীকা ৩। ৬। (সূয়া টীকা ৩।