________________
হরিকেশীয় কিং মাহণা জোইসমারভংতা, উদএণ সােহিং বহিয়া বিমাহ। জং মহা বাহিরিয়ং বিসােহিং, ন তং সুদিং কুসল বয়ংতি ॥৩৮
মাহণ। (হে ব্রাহ্মণগণ) জোইসমারভংতা ( জ্যোতিসমারম্ভ করিতে থাকিয়া= অগ্নিদ্বারা যজ্ঞ করিতে থাকিয়া) উদএণ ( উদকের দ্বারা=জলের দ্বারা) বহিয়া (বাহ ) সােহিং ( শুদ্ধি ) কিং (কেন) বিমগগহ (বিমাৰ্গয়থ = প্রার্থনা করিতেছেন, মনে করিতেছেন) জং (যে ) বাহিরিয়ং (বাহ ) বিসসহিং ( বিশুদ্ধি ) মঙ্গহা ( প্রার্থনা করিতেছেন) তং ( তাহা) কুসলা (কুশল = জ্ঞাততত্ত্ব ) (ব্যক্তিগণ ) সুদিঠং ( সুদৃষ্ট= উচিত, প্রশস্ত ) ন বয়ংতি (বলেন
) ৩৮ | (মুনি বলিলেন) হে ব্রাহ্মণগণ, অগ্নির দ্বারা যজ্ঞ করিতে থাকিয়া জলের দ্বারা বাহ্যশুদ্ধি কেন প্রার্থনা করিতেছেন ? অর্থাৎ স্নানাদির দ্বারা শুদ্ধি হয় তাহা কেন মনে করিতেছেন? আপনারা যে বাহ বিশুদ্ধি হয় বিবেচনা করেন তাহা জ্ঞাততত্ত্ব ব্যক্তিগণ প্রশস্ত বলিয়া স্বীকার করেন
॥৩৮||
কুসং চ জ বং তণকঠমগগিং, সায়ং চ পায়ং উদয়ং ফুসংতা।
| পাণাইং ভূয়াইং বিহেড়য়ংতা, ভুজ্জো বি মংদা পকরেহ পাবং ॥৩৯|| কুসং (কুশ) জবং (ঘূপ = যজ্ঞস্তম্ভ) তণকঠমগিং (তৃণ, কাষ্ঠ ও অগ্নি ) ( ব্যবহার করিয়া) সায়ং ( সন্ধ্যাকালে ) চ (ও) পায়ং (প্রাতে) উদয়ং (উদক =জল ) ফুসংতা ( স্পর্শ করিয়া = অর্থাৎ আচমন করিয়া) পাণাইং ( প্রাণসমূহকে = দ্বীন্দ্রিয়াদি প্রাণিগণকে) ভূয়াইং (ভূতগণকে =বনস্পতি আদি স্থাবর জীবগণকে) বিহেড়য়ংতা ( বিহেটয়ন্ত =বিনাশ করিতে থাকিয়া) মংদা ( মন্দ = মূর্খ, হে মুখগণ ) ভুজ্জো বি ( বারংবার) পাবং ( পাপ = পাপকর্ম ) পকরেহ ( করিতেছ=উপার্জন করিতেছ ) ॥৩৯। | কুশ, যূপ, তৃণ, কাষ্ঠ ও অগ্নি ব্যবহার করিয়া, সন্ধ্যা ও প্রাতঃকালে জলের দ্বারা আচমনাদি করিয়া, প্রাণ ও ভূতগণকে অর্থাৎ এস ও স্থাবর জীবগণকে বিনাশ করিয়া, হে মূখগণ, বারংবার পাপ উপার্জন করিতেছ ॥৩৯||
১। “বিচারয়থ” টীকা ১। “বিমাৰ্গয়থান্বেষয়থ” টীকা ২।