________________
১৯২
উত্তরাধ্যয়ন সূত্র
আমার এই সকল প্রভূত অন্নাদি প্রস্তুত আছে, আমাদিগকে অনুগ্রহ করিবার জন্য তাহা ভােজন করুন। ব্রাহ্মণের এইরূপ বাক্য শ্রবণ করিয়া। সেই মহাত্মা একমাসের উপবাসের পারণ করিবার জন্য তথাস্তু বলিয়া অন্ন ও পানীয় গ্রহণ করিলেন ॥৩৫||
তহিয়ং গংধােদয়পুফবাসং, দিব্বা তহিং বসুহারায় বুটঠা। পহয়াও দুংদুহীও সুরেহিং, আগাসে অহাে দাণং চ ঘুঠং ৩৬||
তহিয়ং (সেই স্থলে = যজ্ঞমণ্ডপে ) আগাসে ( আকাশে ) ( স্থিত) সুরেহিং (দেবগণের দ্বারা) গংধােদয়পুফবাসং (গন্ধোদক পুষ্প বর্ষা=সুগন্ধি জল ও পুষ্পের বর্ষা ) ( হইল) তহিং (সেই স্থলে) দিব্বা ( দিব্য =স্বর্গীয়, শ্রেষ্ঠ ) বস্তুহারা (বসুধারা=বসুর অর্থাৎ স্বর্ণাদি ধনের ধারা) য় (ও) বুটুঠা (খৃষ্টা=বর্ষিত হইল) দুংদুহীও ( দুন্দুভি) পহয়াও (প্রহত হইল =বাদিত হইল) চ (এবং) অহ দাণং ( অহহ দান = আশ্চর্য দান ) ঘুট্ঠং ( ঘুষ্ট হইল =ঘঘাষিত হইল ) ॥৩৬। | (মুনি আহার গ্রহণ করিলে) আকাশে স্থিত দেবগণের দ্বারা সেই - যজ্ঞস্থলে সুগন্ধিত জল ও পুষ্পবর্ষা হইল, স্বর্গীয় স্বর্ণাদি ধন বর্ষিত হইল, দুন্দুভি নিনাদিত হইল এবং ‘আশ্চর্য দান, আশ্চর্য দান’ শব্দ উদেঘাষিত হইল ॥৩৬
সকৃথং খু দীসই তবােবিসেশসা, নদীসঈ জাইবিসেস কোই।। সােবাগপুত্তং হরিএসসাহুং, জসূসেরিসা ইড়টি মহানুভাগা ॥৩৭||
খু ( নিশ্চয়ই ) বােবিসেসস (তপােবিশেষ =তপস্যার বৈশিষ্ট্য বা মাহাত্ম) সখং (সাক্ষাৎ = প্রত্যক্ষ ) দীসই (দেখা যাইতেছে ) কোই (কোন প্রকার ) জাইবিসেস (জাতিবৈশিষ্ট্য =জাতিমাহাত্ম) ন দীসঈ ( দৃষ্ট হয় না) সােবাগপুওং (শ্বপাকপুত্র = চণ্ডালপুত্র ) হরিএসসাহু (হরিকেশ সাধুকে ) (দেখ ) জস (যাহার ) এরিসা (এই প্রকার ) মহানুভাগা (মহানুভাগ = মহা মাহাত্ম সহিত ) ইডটি ( ঋদ্ধি =তপঃশক্তি ) ॥৩৭।
(উপস্থিত সকলে বলিতে লাগিল) নিশ্চয়ই তপস্যার মাহাত্ম প্রত্যক্ষ দেখা যাইতেছে, কোন প্রকার জাতিমাহাত্ম দৃষ্ট হয় না। এই চণ্ডালপুত্র হরিকেশবল সাধুকে দেখ, ইহার কিরূপ মাহাত্ম্যপূর্ণ তপঃশক্তি! ৩৭।