SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 204
Loading...
Download File
Download File
Page Text
________________ হরিকেশীয় • ১৮৭ এয়াইং ( পূর্বোক্ত ) সুভাসিয়াইং ( সুভাষিত) বয়ণাই (বচন) সুচ্চা (শ্রবণ করিয়া) ইসিস ( ঋষির) বেয়াবড়িয়ঠয়া (বৈয়াবৃত্তার্থক=সেবা করিবার জন্য ) জখা ( যক্ষগণ ) কুমারে ( কুমারগণকে) বিণিবারযংতি ( নিবারণ করিলেন ) |২৪|| | সােমদেব পুরােহিতের পত্নী সেই ভদ্রার পূর্বকথিত সুভাষিত বচন শ্রবণ করিয়া ঋষিকে রক্ষা করিবার জন্য যক্ষগণ ছাত্রগণকে নিবারণ করিলেন ॥২৪৷ তে ঘােররূবা ঠিয়ে অংতলিখে, অসুর তহিং তং জণং তালয়ংতি। | তে ভিন্নদেহে রুহিরং বমতে, পাসিত্ত, ভদ্দা ইণমাহু ভুজ্জো ॥২৫। তে (সেই যক্ষগণ) ঘােররূবা ( উগ্ররূপধারণ করিয়া) অংতলিখে ( অন্তরীক্ষে ) ঠিয় (স্থিত হইয়া) অসুরা (অসুরভাবান্বিত =ক্রোধান্বিত ) ( হইয়া) তহিং (সেইখানে) তং (সেই ) জণং ( জনগণকে = ছাত্রগণকে) তালয়ংতি (তাড়ন করিতে লাগিল ) তে (সেই ছাত্রগণকে ) ভিন্নদেহে ( বিদারিত দেহ ) রুহিরং বমংতে ( রুধির বমন করিতে ) পাসিত্ত, (দেখিয়া ) ভদ্দা (ভদ্রা) ভুজ্জো ( পুনরায় ) ইণং ( নিম্নলিখিত মত) আহু (বলিল ) |২৫|' সেই যক্ষগণ ঘােররূপ ধারণ করিয়া, অসুরের ন্যায় ক্রোধান্বিত হইয়া, অন্তরীক্ষে অবস্থান পূর্বক ছাত্রগণকে প্রহার করিল। সেই ছাত্রগণের শরীর বিদারিত হইতে ও রুধির বমন করিতে দেখিয়া ভদ্রা পুনরায় নিম্নোক্তরূপ বলিল |২৫|| গিরিং ণহেহিং খণহ, অয়ং দংতেহিং খায়। জায়তেয়ং পায়েহিং হণহ, জে ভিখুং অবমগ্রহ। ২৬ || জে (তােমরা) ভিখুং ( ভিক্ষুকে) অবমগ্নহ ( অপমান করিতেছ) (তাহা) গিরিং (গিরি=পর্বত ) ণহেহিং ( নখের দ্বারা) খণহ ( খনন করিতেছ ) (বলিয়া মনে হয় ) অয়ং (লৌহকে ) দংতেহিং ( দন্তের দ্বারা) খায়হ ( খাইতেছ ) ( বলিয়া মনে হয় ) জায়তেয়ং ( জাততেজকে =অগ্নিকে ) পায়েহিং (পাদের দ্বারা) হণহ ( তাড়ন করিতেছ ) ( বলিয়া মনে হয় = নির্বাপিত করিতেছ বলিয়া মনে হয়) |২৬|| ১। ‘অয়ুগগা অত্যুগ্রা টীকা ১। ২। “জায়বেষং টীকা ১।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy