________________
১৮৫
হরিকেশীয় প্রধান অধ্যাপকের আদেশ শ্রবণ করিয়া তরুণ ছাত্রগণ ধাবিত হইয়া সেই মুনি যেখানে ছিলেন সেইস্থলে সমাগত হইল এবং যষ্টি, বেত ও চাবুকের দ্বারা সেই ঋষিকে তাড়ন করিতে লাগিল ॥১৯। | রগো তহিং কোসলিয় ধূয়া, ভদ্দত্তি নামেণ অণিংদিয়ংগী।
তং পাসিয়া সংজয় হম্মমাণং, কুদ্ধে কুমারে পরিণিব্ববেই ॥২০|| তহিং (সেই যজ্ঞস্থলে ) কোসলিয় (কোশল দেশের) রন্নো ( রাজার) অণিংদিয়ংগি ( অনিন্দিতাঙ্গী= যাহার শরীর সুন্দর) ভদ্দত্তি নামেণ ( ভদ্রা নামে) ধূয়া (কন্যা) তং ( সেই ) সংজয় (সংযত মুনিকে ) হম্মমাণং ( হন্যমান =প্রহৃত হইতে ) পাসিয়া ( দেখিয়া) কুদ্ধে ( ক্রুদ্ধ ) কুমারে (কুমারগণকে ) পরিণিব্ববেই (পরিনির্বাপয়তি=উপশান্ত করিল ) ॥২০ ||
কোশলদেশের অধিপতির ভদ্রা নাম্নী অনিন্দিতাঙ্গী কন্যা সেই মুনিকে প্রহৃত হইতে দেখিয়া ক্রুদ্ধ তরুণ ছাত্রগণকে উপশান্ত করিল ॥২৩||
দেবাভিওগেণ ণিওইএণং, দিন্না মু রপ্পা মণসা ন ঝায়।
শরিংদেবিংদভিবংদিএণং, জেণামি বংতা ইসিণ স এসাে॥২১। ( ভদ্রা ছাত্রগণকে বলিল) দেবাভিওগেণ (দেবাভিযােগের দ্বারা = যক্ষদেব কর্তৃক বলপূর্বক) ণিওইএণং ( নিয়ােজিত =প্রেরিত ) রন্না ( রাজার দ্বার ) মু (আমি) দিন্না ( দত্তা প্রদত্তা) ( হইলেও যে ) মণসা ( মনের দ্বারাও) ন ঝায়া (ন ধ্যাতা =অভিলাষ করেন নাই ).(এবং সেই ) ণরিংদদেবিংদভিবংদিএণং (নরেন্দ্রদেবেন্দ্রাভিবন্দিত =নরেন্দ্র ও দেবেন্দ্রের দ্বারা অভিবন্দিত) জেণ (যে ) ইসিণা (ঋষির দ্বারা) আমি (আমি) বংতা (বান্তা =ত্যক্তা) (হইয়াছিলাম) স এস (এ সেই ) ( মুনি) |২১||
(ভদ্রা ছাত্রগণকে বলিল ) যক্ষদেব কর্তৃক বলপূর্বক নিয়ােজিত হইয়া আমার পিতা রাজা আমাকে প্রদান করিলেও যিনি মনের দ্বারাও আমাকে গ্রহণ করিতে ইচ্ছা করেন নাই এবং নরেন্দ্র ও দেবেন্দ্র কর্তৃক পূজিত যে ঋষির দ্বারা আমি ত্যক্তা হইয়াছিলাম সেই ঋষিই এই ॥২১।
১। সংজয়ং’ টীকা ১। ২। ‘হসমাণং'; ‘হস্যমানং টীকা ১।