________________
১৮৪
উত্তরাধ্যয়ন সূত্র বলিয়া আমাকে জানিবেন। যদি শুদ্ধ আহার আমাকে না দেন তবে আজ এই যজ্ঞে কি লাভ প্রাপ্ত হইবেন? ॥১৭।
কে ইখ খত্তা উবজোইয়া বা, অজ্বাবয়া বা সহ খংডিএহিং।
এয়ং খু দংডেণ ফলেণ হংতা, কংঠংমি ঘিত্তণ খলেঞ্জ জো ণং |১৮|| ইখ (এইখানে) কে (কে) খত্তা (ক্ষত্রিয়) বা (অথবা) উবজোইয়া ( উপজ্যোতিষ্ক = সুপকার, পাচক ) বা (অথবা) খংডিএহিং সহ (ছাত্রদিগের সহিত) অঙ্খাবয়া (অধ্যাপকগণ ) ( আছে ) জো ( যাহারা) এয়ং (ইহাকে =এই ভিখারীকে) দংডেণ ( দণ্ডের দ্বারা ) ফলেণ ( মুষ্টি প্রহারের দ্বারা ) হংতা (মারিয়া) কংঠংমি (কণ্ঠে ) ঘিণ ( গ্রহণ করিয়া) খলেঞ্জ ( নিষ্কাশন করিয়া দেয় ) ॥১৮|| | (প্রধান ঋত্বি বলিলেন) এখানে ক্ষত্রিয়, পাচক অথবা ছাত্রগণের সহিত অধ্যাপকগণ কে আছে যে এই ভিক্ষুককে দণ্ডের দ্বারা বা মুষ্টিদ্বারা প্রহার করিয়া কণ্ঠ ধরিয়া নিষ্কাশন করিয়া দেয় ॥১৮||
অজ্বাবয়াণং বয়ণং সুণিত্তা, উদ্ধাইয়া তথ বহু কুমার। দংডেহিং বিত্তেহিং কসেহিং চেব, সমাগয়া তং ইসিং তালয়ংতি ॥১৯||
অঙ্খাবয়াণং ( প্রধান অধ্যাপকের) বয়ণং (বচন আদেশ) সুণি ( শ্রবণ করিয়া) বহু (বহু ) কুমারী (কুমারগণ =তরুণ ছাত্রগণ ) উদ্ধাইয়া ( উদ্ধাবিত হইয়া =ধাবিত হইয়া, দৌড়াইয়া) তখ (সেই স্থলে যেখানে উক্ত মুনি দণ্ডায়মান ছিলেন সেই স্থলে ) সমাগয়া (সমাগত হইল ) (এবং) দংডেহিং ( দণ্ডের দ্বারা= যষ্টির দ্বারা) বিত্তেহিং (বেত্রের দ্বারা) চেব (এবং) কসেহিং (কশার দ্বারা = চাবুকের দ্বারা) তং (সেই) ইসিং (ঋষিকে ) তালয়ংতি ( তাড়ন করিতে লাগিল ) ॥১৯|
১। “উপজ্যোতিষঃ অগ্নেরুপ সমীপে অগ্নিসমীপববর্তিনঃ পাকস্থানস্থা” টীকা ১। * উপজ্যোতিষ্কাঃ অগ্নিসমীপবর্তিনাে মহানসিকা ঋত্বিজো বা টীকা ৩।
২। “ফলেন চ মুষ্টিপ্রহারেণেতি বৃদ্ধা” টীকা ৩। ৩। “অধ্যাপকানাং উপাধ্যায়ানাং একত্বেপি পূজ্যত্বাহুবচনং” টীকা ৩। ৪। বেত্তেহিং’ টীকা ১। ৫। “তাড়য়ংতি টীকা ১।