________________
হরিকেশীয়
থলেস্থ বীয়াইং ববংতি' কাসয়া, তহেব ণিগ্নেস্থ য় আসসাএ । এয়াই সন্ধাই দলাহি মাং, আরাহএ পুন্নমিণং খু খিত্তং ॥১২|
কাসয়া ( কর্ষকগণ=কৃষকগণ ) থলেস্থ ( স্থলে =উচ্চভূমিতে ) তহেব ( তদ্রূপ ) ণিগ্নেস্থ য় (নিম্নভূমিতে ও ) আসসাএ ( আশংসাতে= ফল প্রাপ্তির প্রত্যাশাতে ) বীয়াইং ( বীজ সকল ) ববংতি ( বপন করে ) এয়াই ( এই প্রকার ) সদ্ধাই ( শ্রদ্ধাতে ) মগ্নং ( আমাকে ) দলাহি ( দান করুন ) ( এবং ) ইণং ( এই ) পুন্নং ( পুণ্য= পবিত্র ) খিত্তং ( ক্ষেত্রকে = পাত্রকে ) খু ( নিশ্চয়ই ) আরাইএ ( আরাধন করুন=লাভ করুন, অর্থাৎ পুণ্যোপার্জন করুন ) ॥ ১২॥
১৮১
(যক্ষ উত্তর করিলেন ) কৃষকগণ যেমন ফসল প্রাপ্তির আশায় উচ্চ ও নিম্নভূমিতে বীজবপন করে, সেই প্রকার শ্রদ্ধায় আমার ন্যায় এই পবিত্র পাত্রকে দান করিয়া পুণ্য উপার্জন করুন ( কৃষকগণ যেমন প্রচুর বর্ষা হইলে উচ্চভূমিতে ও অল্প বর্ষা হইলে নিম্নভূমিতে ফসলপ্রাপ্তির আশায় উচ্চ ও নিম্ন উভয় প্রকার ভূমিতে বীজ বপন করে তদ্রূপ আপনারা ব্রাহ্মণগণ উর্বর নিম্নভূমির ন্যায় হইলেও আমাকে অনুর্বর উচ্চভূমি মনে করিয়া ও আমার ন্যায় পাত্রকে দান করিয়া পুণ্যোপার্জন করুন। ) ॥১২৷
খিত্তাণি” অম্হং বিইয়াণি লোএ, জহিং পকিন্না বিরুংহতি পুন্না ৷ জে মাহণা জাইবিজ্জোববেয়া, তাইং তু খিত্তাইং সুপেসলাইং ॥১॥
( ব্রাহ্মণগণ বলিলেন ) লোএ ( লোকে = সংসারে ) খিত্তাণি (ক্ষেত্র = পাত্র ) অহং ( আমাদিগের ) বিইয়াণি (বিদিত আছে ) জহিং ( যেখানে ) পকিন্না ( প্রকীর্ণ=উপ্ত, প্রদত্ত ) ( বীজ বা দান ) পুন্না (পূর্ণরূপে ) বিরুহংতি ( উদ্গত = ফলদায়ক হয় ) জে ( যে সকল ) মাহণা ( ব্রাহ্মণগণ ) জাইবিজ্জোববেয়া ( জাতিবিদ্যোপপেত= জাতি ও বিদ্যাসম্পন্ন ) তাইং ( তাহারা ) তু ( নিশ্চয়ই ) সুপেসলাইং ( সুপেশল = সুন্দর, প্রশান্ত ) খিত্তাইং ( ক্ষেত্র= পাত্ৰ ) ॥১৩৷৷
হয়
( ব্রাহ্মণগণ বলিলেন) এই সংসারে যেখানে বীজবপন বা দান করিলে
১। ‘বয়ংতি' টীকা ৩ ।
২। ‘কাসগা' ৪নং ।
৩। ‘দলাহ' টীকা ৩ ৪। 'খেত্তাণি’ টীকা ১ ৷